মহাকাশে ড্রোন পাঠালো যুক্তরাষ্ট্র
১৮ মে ২০২০বিজ্ঞাপন
কেপ ক্যানাভেরাল থেকে পাঠানো ড্রোনটির নাম এক্স-৩৭বি৷ গত শনিবার হাইটেক এই ড্রোন নিয়ে অ্যাটলাস ভি-র মহাকাশে অবতরণ করার কথা ছিল৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেদিন তা সম্ভব হয়নি৷ রোববার সফল অবতরণের পর বিমান বাহিনীর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার এক টুইট বার্তায় বলেন, ‘‘আবার ব্যবহারযোগ্য খেয়াযান এক্স-৩৭বি-এর ষষ্ঠ মিশনের জন্য অভিনন্দন!’’
এদিকে বোয়িং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই মিশনে কক্ষপথে গবেষণা করার জন্য ছোট একটা মহাকাশযান পাঠানো হবে৷
আগেও একবার মহাকাশে এক্স-৩৭বি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র৷ সেবার মহাকাশে ৭৮০ দিন কাটানোর পর গত অক্টোবরে পৃথিবীতে ফিরে আসে এক্স-৩৭বি৷
এসিবি/কেএম (ডিপিআই)
গত নভেম্বরের ছবিঘরটি দেখুন...