মসজিদে হামলায় অভিযুক্তের হাসি
১৪ জুন ২০১৯অকল্যান্ডের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে আটক ২৮ বছর বয়সি টেরান্ট ভিডিও লিংকের মাধ্যমে ক্রাইস্টচার্চের হাইকোর্টে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন৷
১৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলায় ৫১ জন প্রাণ হারান৷ শুনানির সময় আহত কয়েকজন ব্যক্তি ও নিহতদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন৷ তাঁরা টেরান্টের হাসি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন৷
জানা এজাত নামের এক নারী হামলায় নিহত তাঁর ছেলের ছবি সম্বলিত শার্ট পরে শুনানিতে হাজির হয়েছিলেন৷ শুনানি শেষে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘আগে আমি ঠিক ও শান্ত ছিলাম৷ কিন্তু যখন ঐ সন্ত্রাসীকে দেখলাম, সে এমন ভাব দেখাচ্ছিল, যেন সে নিষ্পাপ৷ এবং সে হাসছিল৷''
মসজিদে হামলায় আহত হয়েছিলেন মুস্তফা বোজতাস৷ সন্দেহভাজন হামলাকারীর হাসি তাঁকেও রাগান্বিত করেছে৷ এএফপিকে তিনি বলেন, ‘‘এটা একটা বিষয় প্রমাণ করে যে, সে একটা পশু৷''
লিনউড মসজিদে বন্দুকধারী টেরান্টকে ধাওয়া করে নায়কে পরিণত হয়েছেন আব্দুল আজিজ৷ শুনানি শেষে তিনি বলেন, ‘‘সে (আদালতে) হাসছিল৷ সে মনে করে যে, সে একজন শক্ত মানুষ৷ কিন্তু যখন সে আমার মুখোমুখি হয়েছিল তখন সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল৷ সে ওখানে দাঁড়িয়ে থাকার মতো পুরুষ ছিল না, কিন্তু এখন সে ওখানে (কারাগারে) দাঁড়িয়ে আছে, আর হাসছে৷''
বিচারক ক্যামেরন ম্যান্ডার শুনানির সময় ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি দেননি৷
এদিকে, আগামী বছরের ৪ মে টেরান্টের বিচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি৷ চলবে অন্তত দেড় মাস৷
এতদিন পর বিচার শুরু হবে জেনে হতাশা প্রকাশ করেছেন দিদার হোসেন৷ হামলায় তাঁর চাচা ও বন্ধুরা প্রাণ হারিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এটা (বিচার) ছয় মাসের মধ্যে শেষ হওয়া উচিত৷ এবং সেটা হলে আমাদের জন্য ভালো হয়৷ আমরা খুশি নই৷''
জেডএইচ/কেএম (এপি, এএফপি)