1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনার মুখে সরকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ জানুয়ারি ২০১৩

বাংলাদেশে বিরোধী দল ও পেশাজীবীদের আন্দোলন দমাতে মরিচের গুড়ার ব্যবহার নিয়ে ব্যাপক সমালোনার মুখে পড়েছে সরকার৷ অধ্যাপক ড. নুরুল আমিন বলেছেন, এই স্প্রে মানব দেহের জন্য চরম ক্ষতিকর৷

https://p.dw.com/p/17M2c
Teachers lay down on the street as police attempt to stop them during a protest in front of the press club in Dhaka January 9, 2013. Police obstructed teachers as they attempt to march on Bangladesh's education directorate building to demand their inclusion in the government's Monthly Payment Order (MPO) which will increase their wages, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST EDUCATION)
ছবি: Reuters

সর্বশেষ বুধবার দু'টি বাম দলের হরতালে পুলিশ মরিচের গুড়া ব্যবহার করে৷ এর আগে বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের হরতাল এবং শিক্ষকদের এমপিওভুক্তির আন্দোলন দমাতেও এই মরিচের গুড়া ব্যবহার করা হয়৷ পুলিশ সূত্র জানায়, চলতি বছরেই আরো পাঁচ হাজার মরিচের গুড়া আমদানি করা হয়েছে৷ তবে পুলিশে নাকি কাঁদানে গ্যাসের বিকল্প হিসেব মরিচের গুড়া যোগ হয়েছে আরো এক বছর আগে৷

Bangladesch - Landesweiter Streik
বাংলাদেশে বিরোধী দল ও পেশাজীবীদের আন্দোলন দমাতে মরিচের গুড়ার ব্যবহার নিয়ে ব্যাপক সমালোনার মুখে পড়েছে সরকার (ফাইল ফটো)ছবি: Reuters

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ক্যামেস্ট্রি বা রসায়ন এবং কেমিকাল প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন ডয়চে ভেলেকে জানান, মরিচের গুড়া বা পেপার স্প্রেতে ক্ষতিকর রসায়নিক পদার্থ থাকে৷ আর তা মানবদেহের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে৷ এমনকি কেউ চিরজীবনের জন্য দৃষ্টি শক্তিও হারাতে পারেন৷

তিনি বলেন, উন্নত বিশ্বে একসময় দাঙ্গা-হাঙ্গামা দমনে মরিচের গুড়া ব্যবহার করা হতো৷ কিন্তু মানবদেহের ক্ষতির কথা বিবেচনা করে এখন তা নিষিদ্ধ করা হয়েছে৷ তবে এখনও হিংস্র পশু দমন করতে এর ব্যবহার আছে৷

ড. নুরুল আমিন বলেন, মানবাধিকার এবং মানব দেহের কথা মাথায় রাখলে এই মরিচের গুড়ার ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া যায়না৷

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে এই মরিচের গুড়া ব্যবহার বন্ধে সরকারকে লিগাল নোটিশ পাঠিয়েছেন৷ ২৪ ঘণ্টার মধ্যে তিনি সরকারকে এই সিদ্ধান্ত নিতে বলেছেন, অন্যথায় আদালতে যাবেন৷ তিনি লস অ্যাঞ্জেলেস টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ১৯৯০ থেকে ১৯৯৫ সালে মরিচের গুড়ার কারণে ৬১ জনের মৃত্যু হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য