1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্তব্য প্রত্যাহারে বাধ্য হলেন রামদেব

২৪ মে ২০২১

অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিতর্ক ও চাপের মুখে তা প্রত্যাহারে বাধ্য হলেন রামদেব।

https://p.dw.com/p/3tqk6
বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব।ছবি: AP

করোনাকালে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বাবা রামদেব বলেছিলেন, ''অ্যালোপ্যাথি একটা স্টুপিড বিজ্ঞান। রেমডেসিভির ব্যর্থ হয়েছে, ফ্যাভিফ্লু ব্যর্থ হয়েছে, স্টেরয়েড ব্যর্থ, প্লাজমা থেরাপি নিষিদ্ধ করা হয়েছে, যত ওষুধ সব ব্যর্থ। মানুষ বলছে, কী তামাশা হচ্ছে।'' এখানেই থামেননি রামদেব। তিনি বলেছেন, ''ওরা তো দেহের তাপ কমিয়ে দিচ্ছে, কিন্তু ভাইরাসের কিছু করতে পারছে না। যে কারণে রোগ হচ্ছে, তা ঠিক করার ক্ষমতা তোমার নেই।''

এরপরই আরো বড় বোমা ফাটান রামদেব। তিনি বলেন, ''আমি খুব বড় কথা বলছি। হতে পারে, কিছু লোক এর বিরোধিতা করবে। তাও আমি বলব, করোনায় লাখো মানুষের মৃত্যু অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে হয়েছে। যত লোকের মৃত্যু অক্সিজেন না পাওয়ার জন্য হয়েছে, তার থেকে বেশি মানুষের মৃত্যু অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে হয়েছে।''

এই ভয়ংকর বক্তব্য চিকিৎসকরা মেনে নিতে পারেননি। সাধারণ মানুষের একটা অংশও মানতে পারেননি। চিকিৎসকরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছেন। চিকিৎসকদের সব চেয়ে বড় সংগঠন আইএমএ বাবা রামদেবকে আইনি নোটিশ পাঠায়। তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে বলে, হয় এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাটই তুলে দেয়া হোক, না হলে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

এই চাপের মুখে হর্ষবর্ধন চিঠি লেখেন রামদেবকে। সেখানে তিনি বলেন, ''চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা রাতদিন ধরে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। সারা দেশে তারা এই কাজ করছেন। করোনার বিরুদ্ধে যোদ্ধাদের নিয়ে এই আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করন।''

এই চিঠি পাওয়ার পরই রামদেব জানিয়েছেন, তিনি তার মন্তব্য প্রত্যাহার করছেন। তবে কিছুক্ষণ পর আরেকটি টুইট করে তিনি বলেছেন, ''যোগ ও আয়ুর্বেদ আমাদের পূর্ণ স্বাস্থ্য দেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে। এটা রোগলক্ষণ ভিত্তিক চিকিৎসা করে। আর যোগ ও আয়ুর্বেদ সিস্টেমেটিক চিকিৎসা করে।''

চাপের মুখে তার আগের মন্তব্য প্রত্যাহার করে নিলেও বাবা রামদেব এখনো যোগ ও আয়ুর্বেদকে অ্যালোপ্যাথির উপরেই রাখছেন।

জিএইচ/এসজি(পিটিআই, টাইমসঅফইন্ডিয়া, এনডিটিভি)