মধ্যরাতে নুরের বাসায় অভিযান, ছাত্র অধিকারের সভাপতি আটক
২ আগস্ট ২০২৩ডিবি সদস্যরা নুরের বাসা থেকে সিসিটিভির হার্ডডিস্ক,ক্যামেরা এবং নুরের লাইভে ব্যবহার করা মোবাইল ফোন নিয়ে গেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার রাত দুইটার দিকে নুরের হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টের বাসার দরজা ভেঙে মতিঝিল জোনের ডিবি সদস্যরা ভেতরে ঢোকেন। তারপর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিনকে আটক করে নিয়ে যান ডিবি সদস্যরা।
নুর মনে করেন, সরকারবিরোধী আন্দলোনের কারণেই তার নেতা-কর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে সরকার।
মঙ্গলবার রাতে নুর তার ফেসবুক পেজ থেকে কয়েক দফা লাইভ করেন। এত রাতে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারো বাসায় ঢুকতে পারেন কিনা লাইভে এ প্রশ্ন রাখেন নুর।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান ডেইলি স্টারকে বলেন, ইয়ামিনকে গ্রেপ্তার করার জন্য এর আগে তার বাবাকে তুলে নিয়ে যায় ডিবি। বর্তমানে ইয়ামিন মিন্টু রোডের ডিবি হেফাজতে আছেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ডিবি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ বলেন, ইয়ামিনের বিরুদ্ধে পল্টন থানায় গত ২১ জুলাই একটি ভাঙচুরের মামলা হয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দরজা ভেঙে বাসায় ঢোকার ব্যাপারে তিনি বলেন, ‘গ্রেপ্তারে বাধা প্রদান করা হলে আইন অনুযায়ী জোরপূর্বক কিংবা বাধা উপেক্ষা করেই তাকে গ্রেপ্তার করতে হবে'।
এসএইচ/ এসিবি (দ্য ডেইলি স্টার)