মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার নিয়ে ওয়েবসাইট
১৩ জুন ২০১১অভিযোগ রয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত শ্রমিকদের উপর নির্যাতন করা হয়৷ এই নিয়ে সোচ্চার দেশি-বিদেশি ব্লগাররাও৷ বাংলা ব্লগার সালমা রহমান সোনার বাংলাদেশ ব্লগে লিখেছেন, লেবানন, সৌদি আরব, কুয়েত ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশী নারী শ্রমিক নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন৷ নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷
জনপ্রিয় ব্লগ সামহোয়্যার ইন ব্লগে ব্লগার জুলভার্ন লিখেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক অসন্তোষ অনেক বেশি, কিন্তু প্রতিবাদ করতে পারছে না৷ তাদের প্রতিবাদে কেউ কর্ণপাতও করে না৷
মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ
এবার বলব ইংরেজি একটি ব্লগের কয়েকটি পোস্টের কথা, এবছরের ২৮ মার্চ সাইটটিতে লেখা হয়েছে, বাহারাইনে সরকারবিরোধী আন্দোলনকারীরা দক্ষিণ এশীয় শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে৷ সাইটটি'র আরেকটি লেখার শিরোনাম, কুয়েতে প্রতি দু'দিনে অন্তত একজন অভিবাসী শ্রমিক আত্মহত্যার চেষ্টা করে৷ গত বছরের ৫ অক্টোবর প্রকাশিত সেই প্রতিবেদনে, একজন বাংলাদেশির বর্ননা দেওয়া হয়েছে, যিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷ এই ওয়েবসাইটটির নাম মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ৷ মূলত মধ্যপ্রাচ্যে অবস্থানরত শ্রমিকদের দুর্দশার বিভিন্ন চিত্র তুলে ধরা হচ্ছে এই ওয়েবসাইটে৷ ওয়েবের শক্তিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই সাইটটির মূল প্রয়াস৷ বিশেষ করে, এসব শ্রমিকদের মানবাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ৷
সেরা ব্লগ প্রতিযোগিতায় মাইগ্রেন্ট রাইটস
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার মানবাধিকার বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেছে এই ওয়েবসাইটটি৷ আধুনিক দিনের দাসত্বের বিরুদ্ধে সোচ্চার এই ওয়েবসাইট সম্পর্কে বাংলা ব্লগার রেজওয়ানুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত অভিবাসী শ্রমিকদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে৷ তারা নিজেদের কথা বিশ্ব জানাতে পারেনা৷ এই ওয়েবসাইটটি শ্রমিকদের সেই না বলা কথা বিশ্বকে জানাচ্ছে৷
রেজওয়ান এবছর সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার বাংলা ভাষার বিচারক ছিলেন৷ তিনি বলেন, বাংলাদেশের যেসব শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতেও এই ওয়েবসাইটটি সহায়ক৷
এক নজরে মাইগ্রেন্ট রাইটস
মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা সম্পর্কেও তথ্য যোগ করা হয়েছে মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ-এ৷ বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শ্রমিকরা প্রয়োজনে এসব সংস্থা থেকে সহায়তা নিতে পারেন৷ এছাড়া, মধ্যপ্রাচ্যে শ্রম প্রদানকারীদের নিয়ে বিশেষ ছবিঘরও রয়েছে ওয়েবসাইটটিতে৷ এনিমেশন আকারেও নিজেদের কর্মকাণ্ড তুলে ধরছে মাইগ্রেন্ট রাইটস৷
ফেসবুক এবং টুইটারেও পাওয়া যাবে মাইগ্রেন্ট-রাইটস ডটর্গকে৷ @মাইগ্রেন্টরাইটস হচ্ছে এটির টুইটার ঠিকানা৷ দেড় হাজার অনুসারি নিয়মিতই টুইটারে এই সাইটটিকে অনুসরণ করছে৷ চাইলে আপনিও নিজেকে জুড়ে নিতে পারেন এই ঠিকানায়৷
মিডইস্ট ইয়ুথ
মাইগ্রেন্ট রাইটস ওয়েবসাইটটি পরিচালনা করছে মিডইস্ট ইয়ুথ নামক একটি গোষ্ঠী৷ মধ্যপ্রাচ্যের তরুণদের গড়া এই গোষ্ঠীটি মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিয়ে কাজ করে৷ মধ্যপ্রাচ্যে সমান অধিকার এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত চলবে লড়াই, এমনটাই লেখা আছে তাদের ওয়েবসাইটে৷
উল্লেখ্য এই মাসের ২০ জুন অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার জুরি অ্যাওয়ার্ড জয়ীদের পুরস্কার প্রদান করা হবে৷ সেখানে উপস্থিত থাকবেন মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ এর প্রতিনিধি৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী