1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্যে বিদেশি কর্মীদের দুরবস্থা

১১ এপ্রিল ২০১৩

এশিয়া এবং আফ্রিকার কিছু দেশের অনেক মানুষেরই ভাগ্যান্বেষণের গন্তব্য মধ্যপ্রাচ্য৷ সেখানে যে বিদেশি কর্মীরা ভালো নেই তা আবার জানা গেল৷ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এ নিয়ে শঙ্কিত৷

https://p.dw.com/p/18E1j
Comet ME staff - Elad works on an electrical system. Foto: Vanessa O'Brien, DW freie Mitarbeiterin, South Mount Hebron, Nov. 2012 Comet Middle East: Comet-ME is an Israeli-Palestinian non-profit organization providing renewable energy services to off-grid Palestinian communities using sustainable methods.
ছবি: DW/V. O'Brien

জর্ডান, কুয়েত, লেবানন আর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে ভাগ্যান্বেষণে যাওয়া বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাসহ এশিয়ার বেশ কিছু দেশের ৬ লাখ কর্মীর সঙ্গে কথা বলে জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও জেনেছে, ওই কর্মীদের সবাই চরম অন্যায়ের শিকার৷ জানা গেছে, তাঁদের প্রত্যেককে যে কাজের কথা বলে নেয়া হয়েছে, পরে আর সেই কাজ করানো হয়নি৷ গৃহকর্মের কথা বলে অনেককেই শেষ পর্যন্ত নামিয়ে দেয়া হয়েছে মরু অঞ্চলে ভেড়া, উট চালানো বা অন্য কিছু কঠিন পরিশ্রমের কাজে৷ অনেকে আবার হচ্ছেন যৌন নিপীড়নের শিকার৷ সেবিকা, শিক্ষিকা কিংবা ওয়েটারের কাজ করার কথা বলে নিয়ে গিয়ে তাঁদের অনেককে আবার বাধ্য করা হয়েছে দেহব্যবসায় নামতে!

Hauptsitz der Internationalen Arbeitsorganisation und des Internationalen Arbeitsamtes ILO Genf
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওছবি: picture-alliance/Bildarchiv

পুরো ব্যাপারটি আইএলও-র বিবেচনায় চাতুরির মাধ্যমে ফাঁদে ফেলে ইচ্ছার বিরুদ্ধে কোনো অপছন্দনীয় কাজে বাধ্য করার শামিল৷ অথচ কর্মীরা কিন্তু মোটা অঙ্কের টাকা খরচ করেই গিয়েছেন সে সব দেশে৷ তারপরও তাঁদের এমন দুর্দশায় পড়ার জন্য আইএলও দায়ী করেছে মধ্যপ্রাচ্যের উল্লিখিত দেশগুলোর প্রচলিত আইন এবং বিদেশি কর্মীদের ব্যাপারে কর্তৃপক্ষের উদাসীনতাকে৷ বলা হচ্ছে, সব কিছুর জন্য দায়ী আসলে ‘কাফালা'৷ এ এমন এক আইন যার কারণে নিয়োগকারী কর্তৃপক্ষ সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বিদেশ থেকে আসা অসহায় কর্মীদের ওপর যথেচ্ছ আচরণের সুবিধা ভোগ করে৷ দুর্বলের ওপর সবলের অত্যাচারের সুযোগ করে দেয়া এ আইনের সংস্কারও দাবি করেছে আইএলও৷

এসিবি,এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য