মডেল মানেই রোগা পাতলা নয়, ব্যক্তিত্বটাই আসল
৭ অক্টোবর ২০১০ডিজাইনাররা সব বয়সি মানুষদের জন্য পোশাক তৈরি করলেও নতুন কোনো পোশাককে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন মডেলদের মাধ্যেমেই৷ এখনকার ফ্যাশন কী, সেটা জানতে ও বুঝতে ফ্যাশন সচেতন সববয়সের মানুষও অনুসরণ করে মডেলদের৷ কিন্তু যেকোন বয়সিদের ফ্যাশনই হোকনা কেন, এতদিন তার মডেল হিসেবে ব্যবহার করা টিনএজার মেয়েদের৷ এখন এই ধারণায় পরিবর্তন আসতে শুরু করেছে৷
সম্প্রতি প্যারিসে হয়ে গেলো ডিজাইনার কার্ল লাগারফেল্ড'এর চ্যানেল শো৷ এই শো'টি প্রথম শুরু হয়েছিলো ১৯৮০'র দশকের সেরা মডেল ইনেস দে লা ফ্রেসঁজ এবং ১৯৯০ দশকের স্টেলা তেনঁ'র মতো মডেলদের নিয়ে৷ শো শেষে বার্তাসংস্থা এএফপিকে কার্ল লাগারফেল্ড বললেন, ‘‘আমরা ফ্যাশন শো'তে পনেরো বছরের রাশিয়ান মেয়েদের দেখেছি৷ কিন্তু আমাদের মনে রাখা উচিত, ফ্যাশন কেবল টিনএজারদের জন্য নয়৷''
ব্রিটিশ ডিজাইনার জিল ডিকন৷ হাসতে হাসতে বললেন, ‘‘আমি নারীদের জন্য ডিজাইন করি৷ অপ্রাপ্তবয়স্কদের জন্য না৷'' তাঁর বান্ধবী ফ্যাশন ম্যাগাজিন ভোগ জাপানের ফ্যাশন ডিরেক্টর আনা ডেলো রুসো তাঁর জন্য মডেল হতে যাচ্ছেন৷ রুসো বলছেন, সব বয়সের নারীরাই মডেল হতে পারে৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাঁদের দৃঢ় ব্যক্তিত্ব৷ তিনি বললেন, ‘‘হাসির ছলে বন্ধু ডিকন'র কথা রাখতে একদিনের জন্য মডেল হতে রাজি হয়েছি আমি৷ কারণ, কেন করবোনা?''
অন্যদিকে প্যাট্রিক লেমির, যিনি প্যারিসের মেরিলিন মডেলিং এজোন্সি'তে কাজ করছেন৷ বলছেন, ‘‘যারা এখনও পূর্ণ বয়স্ক নারী হননি এমন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আর মডেল হিসেবে দেখাতে চাননা ডিজাইনাররা৷ পূর্ণ বয়স্ক ও আত্মবিশ্বাসী নারী যাদের ভয়ের কিছু নেই এবং তাঁরা যে পোশাক পরছেন সেই পোশাকে স্বস্তি বোধ করছেন এমন নারীদেরকেই আবার মডেল হিসেবে খোঁজা হচ্ছে৷'' তিনি বলছেন, বিষয়টা এমন যেন ডিজাইনাররা এতদিনে বুঝতে পেরেছেন, প্রকৃতপক্ষে তুলনামূলকভাবে একটু বয়স্ক নারীরাই পোশাক পরিচ্ছদকে যথাযথভাবে তুলে ধরতে পারেন৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন