1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঞ্চে ফিরলেন ব্রিটনি স্পিয়ারস্

ফারজানা কবীর খান৫ মার্চ ২০০৯

দীর্ঘ প্রতিক্ষার পর সর্বশেষ এ্যালবাম ‘‘সার্কাস’’ নিয়ে মঞ্চে ফিরে এলেন পপ স্টার ব্রিটনি স্পিয়ারস্৷ গত মঙ্গলবার তাঁর নিজের শহর লুইসিয়ানা থেকে যাত্রা শুরু করলেন তিনি৷ পাঁচ বছরের মধ্যে এটাই তাঁর প্রথম মঞ্চে ওঠা৷

https://p.dw.com/p/H5yY
‘‘সার্কাস’’ নিয়ে ব্রিটনি

সার্কাসের রিঙমাষ্টারের বেশধারী রঙিন পোশাকে ব্রিটনিকে দেখাচ্ছিল দারুণ৷ তাঁর হাতের চাবুক, জমকালো পোশাক, কসরতবাজী সবকিছু মিলিয়ে তাকে করে তুলেছিল আরোও আবেদনময়ী৷ মঞ্চে তিনি তাঁর বিভিন্ন এ্যালবামের জনপ্রিয় গান গুলোই বেশি গেয়েছেন৷ তাঁর নিজের এ্যালবাম ‘‘ওমেনাইজার'' এবং ‘‘বেবী ওয়ানমোর টাইম'' -এর বেশ কিছু গান গেয়েছেন তিনি৷

Britney Spears Bambi Verleihung
২০০৮ সালে ব্রিটনি (ফাইল ফটো)৷ছবি: AP

২০০৪ সালে ব্রিটনি শেষবারের মতো মঞ্চে পা রেখেছিলেন৷ বেশ কিছুদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবনে চলছিল অনেক ঝামেলা৷ তাঁর ছেলেদের দ্বায়িত্ব নিয়ে আদালতে চলছিল মামলা, এমনকি মাথা থেকে সমস্ত চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে গিয়েছিলেন তিনি৷ ব্রিটনি মঞ্চে ফেরাতে তাঁর ভক্তরা ভীষণ আন্দোলিত এবং আনন্দিত৷ ডিসেম্বরে তাঁর এ্যালবাম সার্কাসের সিডি বাজারে এসেছে৷ ইতিমধ্যে সিডিটির ১.৩ মিলিয়ন কপি বিক্রি হয়েছে৷