মিশ্র প্রতিক্রিয়া
১১ নভেম্বর ২০১৩ডয়চে ভেলের ফেসবুক পাতায় শনিবার জানতে চাওয়া হয়, ‘‘প্রিয় পাঠক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াসহ সেদলের চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে শুক্রবার আটক করেছেন পুলিশ৷ দেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের প্রতি সরকারের এই কঠোর অবস্থান কি সমর্থনযোগ্য?''
এই প্রশ্নের উত্তরে ফেসবুক ব্যবহারকারী নাজমুল আহসান মুসলিমি বলেন, ‘‘না, সমর্থনযোগ্য না৷ দমন-পীড়ন ও গ্রেপ্তার করে বিরোধীদের আন্দোলন বন্ধ করা যায় না৷ এহেন পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য আলোচনাই সর্বোত্তম পন্থা৷ তাই আলোচনার পথ সুগম করার জন্য সরকারকে দমন-পীড়নের পরিবর্তে বিকল্প পথে অগ্রসর হতে হবে৷ কারণ, বর্তমান বিরোধীদল ছাড়া নির্বাচন সর্ব মহলে গ্রহণযোগ্য হবে না৷ ধন্যবাদ৷''
অপর পাঠক হাদিউজ্জামান পলক লিখেছেন, ‘‘বাংলাদেশে গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ নেই....আওয়ামী বলুন আর বিএনপি বলুন; সব সমান৷ নিজেদের স্বার্থ রক্ষায় এরা যে কাউকেই হত্যা করতে পারে৷'' মন্তব্যটি লাইক করেছেন ১৩ জন৷ তবে ডয়চে ভেলের এই পোস্টে সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্টটি হচ্ছে, ‘‘আরও আগেই এদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল৷'' ১৭ লাইক পাওয়া এই মন্তব্যটি করেছেন জহিরুল ইসলাম৷
বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্লগাররাও৷ সামহয়্যার ইন ব্লগে ব্লগার আব্দুর রহমান মিল্টন লিখেছেন, ‘‘দেশে এ কেমন পরিবেশ তৈরি হলো....দেশে সেনা শাসন তৈরির সব ক্ষেত্রই প্রস্তুত করছে ক্ষমতাসীনরা৷'' বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন এই ব্লগার৷ তিনি লিখেছেন, ‘‘প্রশ্ন দেখা দিয়েছে কারা ভোট চায় না...? প্রশ্ন দেখা দিয়েছে কারা গণতন্ত্র চাচ্ছে না...? কারা জনতা কে ভয় পাচ্ছে, কারা প্রচ্ছন্নভাবে সেনা শাসন চাচ্ছে...? গণমাধ্যমগুলো সন্ধ্যা থেকে যা দেখাচ্ছে বা বলতে চাচ্ছে তা কি গণতন্ত্রে শোভন, তা কি ক্ষমতাশীনদের গদি কে সুরক্ষা করবে...?''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ