1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলার সংকটে মধ্যস্থতা করবে না জাতিসংঘ

৫ ফেব্রুয়ারি ২০১৯

জাতিসংঘ এ বিষয়ে নিরপেক্ষ থাকতে চায়৷ এদিকে, দক্ষিণ অ্যামেরিকার কয়েকটি দেশ ও ক্যানাডা বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে৷

https://p.dw.com/p/3CkRJ
Venezuela Nicolas Maduro
ছবি: Getty Images/AFP/Y. Cortez

সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, নিরপেক্ষতার খাতিরে ভেনেজুয়েলার বিষয়ে হস্তক্ষেপ করবে না জাতিসংঘ৷ তবে ‘অনেক শঙ্কা নিয়ে' ভেনেজুয়েলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ৷

মন্টিভিডিওতে আগামী বৃহস্পতিবার ভেনেজুয়েলারপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী নেতাও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো'র মাঝে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ সেই সংলাপে জাতিসংঘ মহাসচিবের উপস্থিতি কামনা করেছিল মেক্সিকো ও উরুগুয়ে৷

এদিকে, অ্যামেরিকা মহাদেশের ১৪টি দেশের সংগঠন লিমা গ্রুপের প্রতিনিধিরা অটোয়াতে বৈঠক করেছেন৷ গুয়াইদো প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দেবার পর এই প্রথম বৈঠক করলেন তারা৷

এই গ্রুপটি গুয়াইদো'র প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করলো৷ তবে ভেনেজুয়েলায় কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান তাদের৷ তারা ‘শান্তিপূর্ণ বদল' চায়৷ তারা ভেনেজুয়েলার  সেনাবাহিনীকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের (গুয়াইদো) প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে৷

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ গুয়াইদোকে সমর্থন দিয়েছে৷ তবে ইটালি সে পথে পা বাড়ায়নি৷

নিকোলাস মাদুরো ইউরোপের দেশগুলোর এমন অবস্থানের নিন্দা জানিয়েছেন৷ সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে পোপের কাছে সমস্যা সমাধানে সহযোগিতাও চেয়েছেন তিনি৷

এদিকে, ভেনেজুয়েলায় বেশ কয়েকজন বিদেশি সাংবাদিককে ‘ভিসা'র শর্ত' না মানায় গ্রেফতার করা হয়েছে৷ সরকারের অভিযোগ, সংকটকে অতিরঞ্জিত করছে বিদেশি মিডিয়াগুলো৷ অন্যদিকে, সমালোচকরা বলছেন, সংবাদমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপের চেষ্টা করছে দেশটির সরকার৷

ডিডাব্লিউ-এর প্রধান সম্পাদক ইনেস পোল বলেছেন, ‘‘ভেনেজুয়েলায় যেমন, তেমন একটি দ্বিধাবিভক্ত সংকটের সময় স্বাধীন সাংবাদিকদের ঘটনাস্থল থেকে কাজ করতে দেয়া উচিত৷ এটা জনগণ ও দেশ এবং আন্তর্জাতিক গোষ্ঠী সবার জন্যই প্রয়োজন৷ কেউ যদি তাতে বাধা দেন, তার মানে তারা কোনো কিছু লুকোতে চান৷ ''

জেডএ/এসিবি (রয়টার্স, এএফপি, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য