ভূমি তুমি কার
পশ্চিম তীরে একসময় শুধু ফিলিস্তিনি মুসলমানরাই ছিলেন৷ তবে ১৯৬৭ সালে তা দখল করে সেখানে ইহুদিদের বসতি গড়তে শুরু করে ইসরায়েল৷ এখন দু’ পক্ষেরই দাবি, ‘‘এই ভূমি আমাদের৷’’ দেখুন ছবিঘরে...
বাড়ছে, বাড়বে ইহুদিদের বসতি
পশ্চিম তীরে ইতিমধ্যে ১২০টি বসতি গড়ে দিয়েছে ইসরায়েল সরকার৷ গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের সময়ই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ানহু বলে রেখেছেন ভবিষ্যতে আরো বসতি গড়া হবে অধিকৃত সেই অঞ্চলে৷
‘এই জায়গা আমাদের বাইবেলেও তা বলা আছে’
মাইকেল নেটসার৷ বয়স ৬৩ বছর৷ ইহুদি এই ব্যক্তি ১৯৮৫ সাল থেকে পশ্চিম তীরের বাসিন্দা৷ পশ্চিম তীর ইসরায়েল বা ইহুদিদের নয় তা তিনি একেবারেই মানতে রাজি নন৷ তাঁর ভাষায়, ‘‘ইহুদিরা এখানে বাস করতে পারবে না, এ কথাটা খুবই হাস্যকর৷ এটা তো বাইবেলের অংশ৷ আমি প্রশ্ন করতে চাই— আপনার পূর্বপুরুষ বা পূর্বপুরুষের ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়া কি এত সহজ? মোটেই তা নয়৷ ইতিহাসই ইহুদিদের এখানে নিয়ে এসেছে৷ ’’
‘এই ভূমি আমার হুদয় এবং আত্মা’
মুসলিম কৃষক আজমি মুসলেহর সোজা দাবি— এই ভূমি মুসলমানদের৷ তিনি বলেন, ‘‘ওই জায়গাটা আমার হৃদয় এবং আত্মা৷ ওটা আমার পরিবারের হৃদয় এবং আত্মা৷’’ তিনি জানান, এখন যেখানে ইহুদিদের বাস, এক সময় সেখানে তাঁরা চাষবাস করতেন৷
‘নিজেকে সেটলার মনে হয় না আমার’
৬০ বছর বয়সি মাইকের কোভেন-ভোগেল ইহুদি৷ পেশায় আইনজীবী৷ পশ্চিম তীর দখল করে ইসরায়েল সেখানে তাদের জন্য বসতি গড়ে দিলেও নিজেকে আর বহিরাগত মনে হয় না তার৷ তিনি বললেন, ‘‘নিজেকে মোটেই সেটলার মনে হয় না৷’’ তিনি মনে করেন, ইসরায়েল ইহুদিদের জন্য আরো বসতি গড়ে দিলে ভালো হবে৷
‘এই জায়গা ইসরায়েলের জনগণের’
৪৩ বছর বয়সি ইহুদি ইতাই জার মনে করেন, ‘‘এই জায়গা যে ইসরায়েলি জনগণের সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না৷’’
‘অন্য জায়গায় জমি কেনা আমাদের পক্ষে সম্ভব নয়’
ডেভিড হামবার্গারও একজন ইহুদি৷ ইসরায়েলে জমি কিনে বাড়ি তৈরি করা সম্ভব নয় বলে পশ্চিম তীরে বাস করছেন তিনি৷ তাঁর ভাষায়, ‘‘আমরা আদর্শিক কারণে এখানে আসিনি৷এই জায়গায় না কিনলে অন্য কোথাও জমি কিনে বাড়ি বানানো আমাদের পক্ষে সম্ভব নয়৷’’
‘আমাদের মধ্যে শান্তি আসা অসম্ভব’
মোহাম্মদ আওয়াদ একজন ফিলিস্তিনি মুসলমান৷ বয়স ৬৪ বছর৷ তাঁর মতে, পশ্চিম তীরে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই, ‘‘একটি শান্তিপূর্ণ এলাকা ওরা দখল করে নেয়ার কারণে এই দ্বন্দ্বের সূত্রপাত৷ ফলে এখানে শান্তি আসা অসম্ভব৷আমার জমি কেউ চুরি করে নিয়েছে এটা কেমন করে মেনে নেবো? তার সঙ্গে কিভাবে শান্তিতে বসবাস করবো?’’