ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার
২৮ মে ২০১৮এ সব অভিবাসনপ্রত্যাশী ১৫টি নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসছিলেন৷ স্পেনের উদ্ধারকারী নৌযান রোববার দক্ষিণ উপকূলে অভিযান চালিয়ে আটটি নৌযান থেকে ২৫০ জন এবং তার আগেরদিন নয়টি নৌযান থেকে প্রায় ৩০০ জনকে উদ্ধার করে৷
এদের মধ্যে রোববার ওই অভিবাসপ্রত্যাশী উদ্ধারের পরপরই তিনটি নৌযান ডুবে যায়৷ উদ্ধারকারীরা বলছেন, নৌযানগুলো খুবই নাজুক ছিল৷
জিব্রাল্টার প্রণালীতে আবহাওয়া ভালো থাকায় আফ্রিকা ও সাব-সাহারা অঞ্চলের অনেকেই মরক্কো থেকে ভূমধ্যসাগর দিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা চালাচ্ছে৷ পরে স্পেন থেকে অন্য ইউরোপের কোনও দেশে এসব অভিবাসী ছড়িয়ে পড়বেন৷
সাম্প্রতিক বছরগুলোতে জিব্রাল্টার দিয়ে মরক্কো হয়ে স্পেনে প্রবেশের পথটি ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে৷ কেননা, ভূমধ্যসাগর হয়ে ইটালির মধ্য দিয়ে ইউরোপে প্রবেশের আগের রাস্তাটিতে কড়াকড়ি চলছে৷ ইটালি সরকার তার উপকূলগুলোতে অবৈধ অভিবাসন ঠেকাতে সাঁড়াশি অভিযান জারি রেখেছে৷
এবছর এখন পর্যন্ত ৭ হাজার অভিবাসনপ্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা ভূমধ্যসাগর দিয়ে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, এটি গত বছরের তুলনায় দ্বিগুণ৷
ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রনটেক্স, এর আগে জানুয়ারি থেকে স্পেন দিয়ে দ্রুতগামী নৌযানের মাধ্যমে অভিবাসীরা অনেক বেশি হারে ইউরোপ প্রবেশের চেষ্টা চালাবে বলে সতর্কতা দিয়েছিল৷
এইচআই/এসিবি (এএফপি, রয়টার্স)