যা বললেন নতুন ‘মিস ইউনিভার্স’
২১ ডিসেম্বর ২০১৫
টেলিভিশনে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে উপস্থাপক স্টিভ হার্ভি প্রথমে মিস ইউনিভার্স হিসেবে মিস কলম্বিয়া আরিয়াদনা গুটিয়েরেস আরেভালোর নাম ঘোষণা করেন৷ এরপর তাঁর মাথায় মুকুটও পরিয়ে দেয়া হয়৷ কিন্তু তারপরই উপস্থাপক জানান যে তিনি ভুল করেছেন! ভুল করে তিনি প্রথম রানার আপকে মিস ইউনিভার্স বলে ঘোষণা করেছেন৷ পরে পিয়া আলোন্সো ভুর্টৎসবাখের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরানো হয়৷
বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে৷ উপস্থাপক স্টিভ হার্ভে টুইট করে ক্ষমা প্রার্থনা করেছেন৷
তবে উপস্থাপক কীভাবে এমন ভুল করলেন সেই প্রশ্ন তুলেছেন একজন৷ আরেকজন অবশ্য ভুল স্বীকারের বিষয়টির প্রশংসা করেছেন৷
এদিকে, যে কার্ড দেখে উপস্থাপক বিজয়ীর নাম ঘোষণা করেছেন সেটি শেয়ার করে একজন টুইটার ব্যবহারকারী বলেন, কার্ডটিতে ‘এলিমিনেশন’ বানানটি ভুলভাবে লেখা রয়েছে৷ ‘এটা স্টিভের ভুল নয়৷ কার্ডের নকশাটিই দূর্বল৷’’
নতুন মিস ইউনিভার্স ভুর্টৎসবাখ বিষয়টিকে ‘ভেরি নন-ট্র্যাডিশনাল ক্রাউনিং মোমেন্ট’ বলে আখ্যায়িত করেন৷ প্রতিযোগিতার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে৷
প্রয়েশ মনে করেন, ‘‘ভুল বিজয়ীর নাম ঘোষণা করা এক জিনিস আর তাঁকে মুকুট পরিয়ে আবার খুলে নেয়া অন্য আরেক বিষয়...৷’’
ভুল করে হলেও মিস কলম্বিয়া আরেভালো তিন মিনিটের জন্য মিস ইউনিভার্স হয়েছিলেন!
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ