ভিয়েনায় গির্জা রক্ষায় পুলিশ-পাহারা
১৫ মার্চ ২০২৩বুধবার অস্ট্রিয়ার রাজধানীর পুলিশের পক্ষ থেকে বলা হয়, গির্জাগুলোর ওপর ‘অনির্দিষ্ট হুমকি' এসেছে৷ ‘ইসলামি চেতনা' থেকে হামলা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ৷
ভিয়েনা পুলিশের এক টুইট বার্তায় বলা হয়, ‘‘সম্প্রতি আপনারা বিশেষ অস্ত্রে সজ্জিত হয়ে বিশাল সংখ্যক পুলিশকে টহল দিতে দেখে থাকবেন৷ এর কারণ গির্জাগুলোর ওপর অনির্দিষ্ট হামলার হুমকি৷'' তবে অনেক পুলিশ টহলে থাকলেও বিষয়টিকে সাধারণ ‘প্রতিরোধক ব্যবস্থা' হিসেবে বর্ণনা করেছে ভিয়েনা পুলিশ৷
গির্জার চারপাশে টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে, কেউ যেন টহলরত পুলিশের ছবি বা ভিডিও শেয়ার না করেন কিংবা কোনোভাবে গুজবও না ছড়ান৷
এদিকে রেডিও ভিয়েনাকে পুলিশের মুখপাত্র মারকুস ডিট্রিচ বলেছেন, ‘‘পুলিশ কর্মকর্তারা অ্যাসল্ট রাইফেল হাতে বুলেটপ্রুফ হেলমেট এবং বর্ম পরে টহল দিচ্ছেন৷ তারা নজরদারি কার্যক্রম চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি রাস্তায় তল্লাশিও চালাবেন৷''
রাজধানী ভিয়েনায় পুলিশের এই বাড়তি সতর্কতা ও টহল কতক্ষণ চলবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি৷
ক্যাথলিক চার্চ খোলা
বার্তা সংস্তা এপিকে ভিয়েনার ক্যাথলিক চার্চগুলোর মুখপাত্র মিশায়েল প্র্যুলার বলেছেন, ‘‘(কথিত হুমকি) প্রাথমিকভাবে আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না৷ পুলিশের পক্ষ থেকে হুমকির কথা জানানো হয়েছে ঠিকই, তবে এ-ও বলা হয়েছে যে, ক্যাথলিকদের এক্ষুনি কোনো বিপদের আশঙ্কা নেই৷'' তিনি জানান, ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ তাই গির্জা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ বুধবার ভিয়েনার সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রালে বিশ্বাসী এবং পর্যটকদের ভিড় দেখার কথা জানিয়েছে এপি৷
এসিবি/ কেএম (রয়টার্স, এপি)