ভিআইপিরা ভোট দেবেন যেখানে
২৮ ডিসেম্বর ২০০৮এবার ঢাকাতেই ভোট দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সন৷ প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাবাহিনী প্রধানও রাজধানীতেই দেবেন তাদের ভোট৷
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন৷ এখানে তিনি গত বছর ডিসেম্বরে ভোটার হয়েছেন৷ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সিইসি ড. এ টি এম শামসুল হুদা গুলশান মডেল হাই স্কুল ভোট কেন্দ্রে ভোট দেবেন৷ নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন দেবেন সিলেটে এবং নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ঢাকার ডিওএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন৷
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভোট দেবেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে৷ একই কেন্দ্রে ভোট দেবেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমদ৷ মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুরে ভোট দিবেন৷