রেল বাজেট
১৪ মার্চ ২০১২এর জন্য উন্নত করা হচ্ছে রেল লাইন, রেল সেতু, সিগন্যালিং ও সংযোগ ব্যবস্থা৷ ট্রেন সংখ্যা বাড়ানো হয়েছে৷ ২০১৩ সালে ৭৫টি নতুন এক্সপ্রেস, ২১টি প্যাসেঞ্জার ট্রেন৷ তার মধ্যে নিউ মুম্বই-এ ৭৫টি নতুন লোকাল ট্রেন, ৬টি হাই-স্পীড ট্রেন-করিডরের জন্য সমীক্ষা, উপজাতি এলাকায় নতুন রেল লাইন বসানো, যাত্রি স্বাচ্ছন্দ্যের জন্য ২৫০০ কোচে গ্রিন টয়লেট, রুচি মাফিক আহারের জন্য নতুন ক্যাটারিং ব্যবস্থা এবং আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল সংযোগ অন্যতম৷ এছাড়া, বৃহৎ নিয়োগকর্তা হিসেবে এক লাখ লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
রেলভাড়া বাড়ানোর জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁরই দলের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ওপর৷ জানা গেছে, তাঁকে ভাড়া বৃদ্ধি তুলে নিতে বলেছেন মমতা৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ