1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের মহাকাশ কেন্দ্রের উপর হামলা

১৬ মার্চ ২০১০

ব্যাঙ্গালোর শহরের উপকণ্ঠে ভারতীয় মহাকাশ সংস্থা ‘ইসরো’র ব্যয়ালালু কেন্দ্রের সামনে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিরাপত্তা রক্ষীদের দিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে৷ তবে ভারত সরকার এখনো এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না৷

https://p.dw.com/p/MU5S
চন্দ্রযান সহ একাধিক সাম্প্রতিক সাফল্যের কারণে ‘ইসরো’ সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা রয়েছেছবি: picture-alliance/dpa

ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির মতো ‘ইসরো'ও সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে – এমন আশঙ্কা থেকে বেশ কিছুদিন ধরেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল৷ মঙ্গলবার ভোররাতে কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ব্যয়ালালু'র ‘ডিপ স্পেস সেন্টার' কেন্দ্রের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল৷ ‘ইসরো'য় মোতায়েন প্যারামিলিটারি পুলিশকর্মীরা তাদের প্রশ্ন করলে তারা আচমকা গুলি চালাতে শুরু করে৷ নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালায়৷ ঘটনায় অবশ্য কেউ হতাহত হয় নি৷ হামলাকারীরা বিনা বাধায় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়৷ পুলিশ তাদের খোঁজ করছে এবং ঘটনার তদন্ত চালাচ্ছে৷ তবে মঙ্গলবার স্থানীয় ছুটির দিন বলে ঐ কেন্দ্রের কাজকর্মের উপর আপাতত তেমন কোন প্রভাব পড়ছে না৷

পুলিশ এখনো এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করেছে না৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম নতুন দিল্লিতে বলেছেন, হামলাকারীরা ইউনিফর্ম পরে এসেছিল এবং সম্ভবত দেশী পিস্তল ব্যবহার করেছিল বলে এখনো পর্যন্ত জানা গেছে৷ তাঁর মতে, এই হামলার মধ্যে কোন পেশাদারীত্বের ছাপ দেখা যায় নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক