ভারতের মহাকাশ কেন্দ্রের উপর হামলা
১৬ মার্চ ২০১০ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির মতো ‘ইসরো'ও সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে – এমন আশঙ্কা থেকে বেশ কিছুদিন ধরেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল৷ মঙ্গলবার ভোররাতে কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ব্যয়ালালু'র ‘ডিপ স্পেস সেন্টার' কেন্দ্রের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল৷ ‘ইসরো'য় মোতায়েন প্যারামিলিটারি পুলিশকর্মীরা তাদের প্রশ্ন করলে তারা আচমকা গুলি চালাতে শুরু করে৷ নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালায়৷ ঘটনায় অবশ্য কেউ হতাহত হয় নি৷ হামলাকারীরা বিনা বাধায় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়৷ পুলিশ তাদের খোঁজ করছে এবং ঘটনার তদন্ত চালাচ্ছে৷ তবে মঙ্গলবার স্থানীয় ছুটির দিন বলে ঐ কেন্দ্রের কাজকর্মের উপর আপাতত তেমন কোন প্রভাব পড়ছে না৷
পুলিশ এখনো এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করেছে না৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম নতুন দিল্লিতে বলেছেন, হামলাকারীরা ইউনিফর্ম পরে এসেছিল এবং সম্ভবত দেশী পিস্তল ব্যবহার করেছিল বলে এখনো পর্যন্ত জানা গেছে৷ তাঁর মতে, এই হামলার মধ্যে কোন পেশাদারীত্বের ছাপ দেখা যায় নি৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক