ভারত
২৮ অক্টোবর ২০১২একদিন আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা বলেছিলেন যে, তরুণদের জায়গা করে দিতেই তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত৷ তাঁর এই বক্তব্যের প্রমাণ মিলেছে রবিবার৷ ৮০ বছর বয়সি কৃষ্ণার স্থলাভিষিক্ত করা হয়েছে ৫৯ বছর বয়সি সালমান খুরশিদকে৷ তবে গান্ধী-নেহেরু রাজনৈতিক বংশধারার উত্তরসূরি ৪২ বছর বয়সি রাহুল গান্ধীর জন্য এখনও কোন জায়গা রাখা হয়নি মন্ত্রিসভায়৷ বরং রাহুল সরকারে না গিয়ে দলের জন্যই বেশি কাজ করতে চান বলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী সিং৷ তবে দলের কাজে নিজেকে বেশি জড়িয়ে রাখলেও আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধী এগিয়ে আসবেন বলে বিশ্লেষকদের ধারণা৷
নতুন দিল্লির প্রেসিডেন্ট ভবনে বক্তৃতায় সিং আরো বলেন, ‘‘মন্ত্রিসভায় এটিই সম্ভবত শেষ রদবদল৷ আমি মনে করি না যে, নির্বাচন আগেভাগে করতে হবে৷ বরং নির্ধারিত সময়েই নির্বাচন হবে৷'' পরিবর্তিত মন্ত্রী পরিষদে আইন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অশ্বনি কুমার৷ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন রহমান খান৷ গৃহায়ন মন্ত্রী হলেন অজয় মাকেন এবং খনি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দিশা পাটেল৷ এছাড়া মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী বানানো হয়েছে পল্লম রাজুকে৷ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হারিশ রাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন চন্দ্রেশ কুমারি৷ প্রধানমন্ত্রী সিং সংসদ বিষয়ক মন্ত্রী পাওয়ান কুমার বনসালকে নিয়ে গেছেন রেল মন্ত্রণালয়ে৷
তবে মন্ত্রিসভায় এমন রদবদল সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা বলেই মন্তব্য এসেছে বিরোধী শিবির থেকে৷ ভারতীয় জনতা দলের মুখপাত্র রাজিব প্রতাপ রুডি বলেন, ‘‘দুর্নীতির কেলেঙ্কারিতে জর্জরিত সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের এটি ব্যর্থ চেষ্টা৷'' এছাড়া সমাজতান্ত্রিক দল সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেছেন, ‘‘আসলে এসব রদবদল সত্ত্বেও সরকারের নীতিগত অবস্থান একই থাকবে৷'' উল্লেখ্য, সরকারের সাম্প্রতিক সংস্কার কর্মকাণ্ডকে ইতিমধ্যে ‘সাধারণ মানুষের স্বার্থ বিরোধী' বলে এর সমালোচনা করেছে সিপিআইএম৷
বিরোধী শিবিরের মতোই বিশ্লেষকরাও মনে করছেন যে, রবিবারের রদবদল ২০১৪ সালের নির্বাচনে খুব সামান্যই প্রভাব ফেলবে৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অজয় সাহার মতে, ‘‘মন্ত্রী পরিষদে রদবদল থেকে বোঝা যাচ্ছে যে, তাদের টনক নড়েছে৷ কিন্তু এটি খুব দেরিতে ঘটল৷''
এএইচ / আরআই (এএফপি, রয়টার্স)