1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বিশ্বকাপ দলে অশ্বিন, অস্ট্রেলিয়ায় লাবুশেন

২৯ সেপ্টেম্বর ২০২৩

একদিনের ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত ভারতীয় দলে ঢুকলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার দলে এলেন লাবুশেন।

https://p.dw.com/p/4WwGA
২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে উইকেট নেয়ার পর অশ্বিন।
ভারতের বিশ্বকাপ দলে এলেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: Gary Day/AP

রবিচন্দ্রন অশ্বিন দলে ঢুকেছেন আহত অক্ষর প্যাটেলের জায়গায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে আহত হয়েছিলেন অক্ষর।

তবে ভারতের প্রাথমিক দল ঘোষণার পরেই অশ্বিনকে দলে নেয়ার দাবি উঠেছিল। কারণ, দলে তিনজন বাঁহাতি স্পিনার ছিলেন, জাদেজা,কুলদীপ ও অক্ষর প্যাটেল। কিন্তু একজনও ডানহাতি অফ স্পিনার ছিলেন না। এই খামতি দূর করার জন্য বিশ্বকাপের দলে অশ্বিনকে দলে নেয়ার দাবি ওঠে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো বল করেছেন অশ্বিন। বলে বৈচিত্র এনেছেন। উইকেট পেয়েছেন। তারপর অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন, অশ্বিন একবছর একদিনের ক্রিকেট না খেললেও তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। সেটাই তার পুঁজি।

তাছাড়া ভারতের মাটিতে অশ্বিন খুবই কার্যকর ভূমিকা নিতে পারেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে, যাদের ব্যাটাররা অফ স্পিন খেলতে অসুবিধায় পড়েন।

ভারচের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, চেন্নাইয়ে। ১৪ তারিখ আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ।

অস্ট্রেলিয়ার চূড়ান্ত দলে একটি পরিবর্তন হয়েছে। সেখানে অ্যাশটন আগরকে বাদ দিয়ে নেয়া হয়েছে লাবুশেনকে। সম্প্রতি ভারতের বিরুদ্ধে সিরিজে লাবুশেন বালো ব্যাট করেছেন। রান পেয়েছেন। তাই  বিশ্বকাপের দলে সুযোগ পেলেন তিনি। 

তবে একটা ঝুঁকি নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশটন স্পিনার। তাকে বাদ দেয়ার পর এখন অস্ট্রেলিয়া দলে বিশেষজ্ঞ স্পিনার বলতে থাকলেন শুধু জাম্পা। তবে গ্লেন ম্য়াক্সওয়েল, স্মিথ এবং লাবুশেনও স্পিন বল করতে পারেন। জাম্পার সঙ্গে পার্টটাইম স্পিনার দিয়েই কাজ চালাবে অস্ট্রেলিয়া।

এছাড়া ট্রেভিস হেডের চোট পুরোপুরি না সারলেও তাকে দলে রাখা হয়েছে। নির্বাচন কমিটির প্রধান বেইলি বলেছেন, পরের দিকে হেড খেলতে পারবেন।

জিএইচ/এসজি(পিটিআই, এপি, রয়টার্স)