পিএলএস টুর্নামেন্ট
২২ ফেব্রুয়ারি ২০১২ছ'টি ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক দলের মধ্যে এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবার কথা ছিল ছ'টি বিভিন্ন স্থানে: কলকাতা, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, বারাসাত এবং হলদিয়ায়৷ কিছুটা ভালো মাঠের সমস্যাও ছিল বটে৷ রাজ্য সরকারের সঙ্গে এখনো কথা চলছে, বলে রয়টার্স'কে জানিয়েছেন ধরমদত্ত পান্ডে, যিনি উদ্যোক্তা কোম্পানিটির সিইও৷ এখন তারা এপ্রিলের মাঝামাঝি লিগ শুরু করার কথা ভাবছেন৷
পিএলএস মাসখানেক আগে ঘোষিত হওয়া যাবৎই নানান সমস্যা চলেছে৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ জাতীয় আই-লিগের ভারতীয় প্লেয়ারদের যোগ দিতে দেয়নি, কেননা তাদের মতে পিএলএস একটি রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট৷ এছাড়া এআইএফএফ পিএলএস'এর উদ্যোক্তাদের ফিফা'র ট্রান্সফার ম্যাচিং সিসস্টেম'এ অংশ নিতে দেয়নি, কেননা পিএলএস'এর ছ'টি নতুন দলের কোনো সঠিক অ্যাফিলিয়েশন নেই৷ শেষমেষ এখন পশ্চিমবঙ্গ সরকার দৃশ্যত পিএলএস'কে মাঠ ছাড়ার আগে টুর্নামেন্টের অর্থ ও তার উৎস সম্পর্কে খুঁটিনাটি জানতে চান৷
ফুটবল-পাগল পশ্চিমবঙ্গের ফুটবলমোদীরা এই সব টানাহ্যাঁচড়ার ব্যাপারে কি ভাবছেন, বলা শক্ত৷ অবসর গ্রহণের মুখে হলেও, কিছু বিশ্ব পর্যায়ের ফুটবল খেলোয়াড়কে দেখার সুযোগ পেতেন তারা, তা'ও আবার জেলা পর্যায়ের খেলোয়াড়দের পাশাপাশি৷ আর্জেন্টিনার প্রাক্তন ফুটবল তারকা হার্নান ক্রেস্পো, ইটালির বিশ্বকাপ বিজয়ী দলের ক্যাপ্টেন ফাভিও কানাভারো, ফ্রান্সের রবার্ট পিরেস, ইংল্যান্ডের রবি ফাউলার, এদের সকলকেই সাইন করানো হয়েছে: ক্রেস্পো ৮ লাখ ৩০ হাজার ডলারে; পিরেস ৮ লাখে; নাইজিরিয়ার জে জে ওকোচা ৫ লাখ ৫০ হাজারে এবং ফাউলার ৫ লাখ ৩০ হাজার ডলারে৷
ছ'টি স্থানীয় বিজনেস গ্রুপ ফ্র্যাঞ্চাইজগুলো কিনেছে৷ পরে খেলোয়াড় এবং কোচদের জন্য তারা ব্যয় করেছে প্রায় ৭০ লাখ ডলার৷ কোচদের মধ্যেও পাওয়া যাবে ম্যানচেস্টার সিটি এবং সান্ডারল্যান্ডের প্রাক্তন ম্যানেজার পিটার রিড'কে৷ অথবা মার্কো এচ্চেভেরি'কে, যিনি বলিভিয়ার সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে খ্যাত৷ এদের খরচ মাথাপিছু দু'লাখ ডলার৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন