ভারতের পূজা পরিক্রমা
মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় শুক্রবারই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান৷ শনিবার প্রতিমা বিসর্জন৷ ছবিঘরে থাকছে ভারতের পূজা উদযাপনের খবর৷
বিশ্বকাপের ছোঁয়া প্যান্ডেলে
দিল্লির গুরগাও এ অভিনব এই প্যান্ডেলটি করা হয়েছে ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে৷ ফুটবল প্রেমিরা তাই ভীড় করছেন এই প্যান্ডেলে৷
বাঙালির মিলন মেলা
নতুন দিল্লি ও এর আশপাশের এলাকায় ছোটবড় মিলিয়ে প্রায় ৮০০-র কাছাকাছি দুর্গা পূজা হয়৷ বাজেট থাকে মোটামুটি ৭-৮ লাখ থেকে ২ কোটি টাকা৷ দিল্লির বারোয়ারি পুজোতে একটা ঘরোয়া আবহ থাকে৷ সারা বছরের অপেক্ষা শেষে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালিদের মিলন মেলা৷
কলকাতার পূজা
কলকাতায় পুজো মানেই হৈ চৈ আনন্দ উৎসব আর প্রচুর খাওয়া দাওয়া৷ সেই সাথে আড্ডা আর প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজনা, আলোর ঝলকানি৷
খাওয়া ও আড্ডা
সপ্তমী থেকে নবমী পঙ্ক্তি ভোজ৷ খিচুড়ি, লাবড়া যাকে বলে ঘ্যাঁট, পনিরের আইটেম, বাঁধা কপি কিংবা ফুলকপি, চাটনি, মিষ্টি৷ পেট পুরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আবার আড্ডা৷
জাঁকজমকপূর্ণ পূজা
জাঁকজমক ও মণ্ডপসজ্জায় সব পুজোকে টেক্কা দেয় দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুজো৷ সাবেক পূর্ববাংলা থেকে আসা রিফিউজি কলোনি আজ দিল্লির অভিজাত কলোনিগুলির অন্যতম৷
শান্তি ও সম্প্রীতির বার্তা
দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে ত্রিলোকে ফিরিয়ে এনেছিলেন শান্তি৷ বর্তমান সহিংসতা ও হানাহানি ভরা বিশ্বে তেমনি আসবে শান্তি ও সম্প্রীতির পরিবেশ এটাই সবার আশা৷
সিদুঁর খেলা
বিজয়া দশমীতে বিবাহিত নারীরা সিদুঁর খেলায় মেতে ওঠেন৷ প্রতিমার কপালে সিদুঁর ছোঁয়ানোর পর লাল রঙে একে অপরের মুখ রাঙান৷
কড়া নিরাপত্তা
দুর্গাপূজা ও উৎসব মরসুমে দিল্লিতে নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না৷ সিসিটিভি থেকে মেটাল ডিটেক্টর, পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহলদার পুলিশ কোনো কিছুই বাদ ছিল না৷
আগরতলা
আগরতলায় গতবছর বিসর্জনের আগে তোলা এই ছবিটি৷
দূষণ নিয়ে চিন্তা
প্রতিবছরের মতো এবারও দিল্লিতে প্রতিমা বিসর্জনে যমুনার জল দূষণ নিয়ে সকলেই চিন্তিত৷