1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের দৃঢ় রাশিয়া-বিরোধী অবস্থান চায় ইইউ

২৬ এপ্রিল ২০২২

নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন। ভারত-ইইউ সম্পর্ক শক্ত করার প্রস্তাব।

https://p.dw.com/p/4ARGY
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে উরসুলা ফন ডেয়ার লাইয়েন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে উরসুলা ফন ডেয়ার লাইয়েন। ছবি: dpa/picture alliance

দুই দিনের সফরে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ইইউ প্রধানউরসুলা ফন ডেয়ার লাইয়েন। সোমবার তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও তার আলোচনা হয়েছে। মোদীকে উরসুলা বলেছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রে বিশ্বাস করে। রাশিয়া এবং চীনের সীমাহীন সম্পর্ক দুইজনের পক্ষেই ক্ষতিকারক হতে পারে।

বস্তুত, মোদীর সঙ্গে বৈঠকের পরে উরসুলা বেশ কয়েকটি টুইট করেছেন। সেখানে তার বকতব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি। তার বক্তব্য, পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া এবং চীন সীমাহীন সমঝোতার পথে এগোচ্ছে। অর্থাৎ, তারা একটি ব্লক তৈরির চেষ্টা করছে। যা ভারত এবং ইইউ দুইজনের পক্ষেই সমস্যার কারণ হতে পারে। এবং সে কারণেই ভারতের সঙ্গে ইইউ-র সম্পর্ক দৃঢ় হওয়া প্রয়োজন।

উরসুলা বলেছেন, ভারত এবং ইইউ গণতন্ত্রে বিশ্বাসী। তারা একই ধরনের নীতি এবং আদর্শে বিশ্বাস করে। ফলে দুই অঞ্চলের আরো দৃঢ় সম্পর্কের দিকে যাওয়া উচিত। বস্তুত, একাধিক প্রস্তাব নিয়ে এবার ভারতে এসেছিলেন উরসুলা। তার মধ্যে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য-সহ একাধিক বিষয় ছিল। তবে মোদীর সঙ্গে তার বৈঠকে রাশিয়া এবং যুদ্ধের কথাই প্রাধান্য পেয়েছে। উরসুলা বলেছেন, ভারত এবং এশিয়া প্যাসিফিক ইতিমধ্যেই যুদ্ধের প্রতিঘাত টের পাচ্ছে। খাবার-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, খেতে ব্যবহৃত কীটনাশকের দাম আকাশমুখী। এই পরিস্থিতিতে এশিয়া প্যাসিফিকের সংস্থাগুলির সঙ্গে ইইউ-র সম্পর্ক আরো শক্তিশালী করা প্রয়োজন।

সরাসরি না বললেও, ভারতকে রাশিয়ার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন ইইউ প্রধান। তিনি বুঝিয়ে দিয়েছেন, ইইউ চায় রাশিয়া-বিরোধী অবস্থান নিক ভারত। বস্তুত,  ভারত এখনো পর্যন্ত রাশিয়া এবং ইইউ দুইয়ের সঙ্গেই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে। জাতিসংঘে এখনো পর্যন্ত তারা যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কোনো ভোট দেয়নি। যা অ্যামেরিকা এবং ইউরোপ ভারতের সঙ্গে রাশিয়ার সখ্য হিসেবেই বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উরসুলা ফল ডায়ের লাইয়েন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উরসুলা ফল ডায়ের লাইয়েন। ছবি: dpa/picture alliance

যুদ্ধ এবং ভারতের অবস্থান

ভারত এই পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে তেলও কিনছে। সরাসরি ভারতকে তেল কিনতে নিষেধ না করলেও ইউরোপের একাধিক দেশ এবং অ্যামেরিকা এনিয়ে চিন্তা প্রকাশ করেছে। বরিস জনসন-সহ একাধিক রাষ্ট্রনেতা ভারতে এসে মোদীর সঙ্গে বৈঠক করে গেছেন। তারা সকলেই রাশিয়ার বিরোধিতা করার পরামর্শ দিয়েছেন। উরসুলাও সেই একই কাজ করেছেন। বিশেষজ্ঞদের বক্তব্য, পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের অবস্থানের উপর অনেকটাই নির্ভর করছে এশিয়া প্যাসিফিকের কূটনীতি। এবং সে কারণেই একের পর এক রাষ্ট্রনেতা এবং কূটনীতিক ভারতে আসছেন।

এদিনের বৈঠকের পর নরেন্দ্র মোদীও জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, রয়টার্স)