ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারত-ভুটান সীমান্তে অবস্থিত ভুটানঘাট একসময় ‘কামতাপুর লিবারেশান অর্গানাইজেশান’ (কেএলও) জঙ্গিদের ঘাঁটি ছিল৷ রায়ডাক নদীর তীরে কামতাপুরি আন্দোলনকারীদের ক্যাম্প ধ্বংস করে দেয় ভারতের এসএসবি বাহিনী৷
https://p.dw.com/p/4G0Yo
বিজ্ঞাপন
বর্তমানে সেখানে কেএলও জঙ্গিদের অস্তিত্ব নেই বলে মনে করা হচ্ছে৷ তবু এই মনোরম জায়গা নিরাপত্তার ঘেরাটোপে এখনও বন্দি৷ স্থানীয় মানুষের দাবি সাধারণের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হলে এই অঞ্চলের অর্থনীতি বদলে যাবে৷