1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের এক সময়ের জঙ্গি ঘাঁটি ভুটানঘাটে পর্যটনের সম্ভাবনা

সুব্রত গোস্বামী কলকাতা
২৬ আগস্ট ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারত-ভুটান সীমান্তে অবস্থিত ভুটানঘাট একসময় ‘কামতাপুর লিবারেশান অর্গানাইজেশান’ (কেএলও) জঙ্গিদের ঘাঁটি ছিল৷ রায়ডাক নদীর তীরে কামতাপুরি আন্দোলনকারীদের ক্যাম্প ধ্বংস করে দেয় ভারতের এসএসবি বাহিনী৷

https://p.dw.com/p/4G0Yo

বর্তমানে সেখানে কেএলও জঙ্গিদের অস্তিত্ব নেই বলে মনে করা হচ্ছে৷ তবু এই মনোরম জায়গা নিরাপত্তার ঘেরাটোপে এখনও বন্দি৷ স্থানীয় মানুষের দাবি সাধারণের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হলে এই অঞ্চলের অর্থনীতি বদলে যাবে৷