1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দুর্ঘটনায় ২০ জন নিহত

২৪ সেপ্টেম্বর ২০০৯

ভারতে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরো ১৫ জন৷ আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক৷

https://p.dw.com/p/Jngp
ফাইল ছবিছবি: Zulfija Jakupi

ছত্তিশগড় রাজ্যের কোরবা শহরে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ঐ দুর্ঘটনা ঘটে৷ ভারত এ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড সেখানে চিমনি নির্মাণের কাজ করছিল৷ ২৭৫ মিটার উঁচু চিমনি নির্মাণ করা হচ্ছিল৷ কিন্তু প্রায় ১০০ মিটার পর্যন্ত নির্মাণ হওয়া অবস্থায় চিমনিটি কেন্দ্রের ক্যাফেটেরিয়ার উপর ভেঙ্গে পড়ে৷ নির্মাণ কোম্পানির মহা-ব্যবস্থাপক বি কে শ্রীবাস্তব জানিয়েছেন, চিমনিটি ভেঙ্গে পড়ার সময় সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল৷

ক্যাফেটেরিয়ায় ঐ কেন্দ্রের কর্মীরা চা-নাস্তা খাচ্ছিল৷ ভেঙ্গে পড়া চিমনির নিচে শতাধিক কর্মী চাপা পড়ার আশংকা করা হচ্ছে৷ উদ্ধারকারীরা এখনও সেখানে ভারি ক্রেন এবং ২২টি মাটি সরানো যন্ত্র দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে চাপা পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ দুর্ঘটনার শিকার কর্মীদের আত্মীয় স্বজনরা তাদের প্রিয়জনদের খবর পেতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে৷

মূলত খারাপ আবহাওয়ার কারণেই নির্মাণাধীন ঐ চিমনিটি ভেঙ্গে পড়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে৷ রাজ্য পুলিশের মহাপরিচালক বিশ্ব রঞ্জন জানিয়েছেন, উদ্ধারকারী বাহিনী এখন পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং৷

প্রসঙ্গত, ভারতে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধান যথাযথভাবে না মেনে চলার কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে৷ গত জুলাই মাসে নতুন দিল্লী মেট্রো সেতু নির্মাণের সময় এই ধরনের দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল৷ ঐ ঘটনায় আহত হয়েছিল ১৫ জন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সাগর সরওয়ার