1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরুষ ও নারী ক্রিকেটারদের সমান অর্থ, সব বৈষম্য দূর হলো?

২৮ অক্টোবর ২০২২

ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো বিসিসিআই। পুরুষ ও নারী ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য একই অর্থ পাবেন। কিন্তু সব বৈষম্য কি দূর হলো?

https://p.dw.com/p/4In07
ভারতে নারী ও পুরুষ ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য একই অর্থ পাবেন।
ভারতে নারী ও পুরুষ ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য একই অর্থ পাবেন। ছবি: Ryan Pierse/Getty Images

এবার থেকে টেস্ট খেললে ১৫ লাখ টাকা, একদিনের আন্তর্জাতিক খেললে ছয় লাখ টাকা এবং টি-টোয়েন্টি খেললে তিন লাখ টাকা পাবেন ভারতের নারী ক্রিকেটাররা। বিরাট কোহলিরাও একই অর্থ পান। দেশের হয়ে খেলার ক্ষেত্রে এভাবেই লিঙ্গসাম্যের কথা ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

জয় শাহ টুইট করে জানিয়েছেন, ''আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম,  নারী ক্রিকেটারদের একই অর্থ দেয়া হবে। ক্রিকেটে লিঙ্গসাম্যের নতুন যুগ শুরু হলো।''

নিউজিল্যান্ড অবশ্য ইতিমধ্যেই তাদের দেশের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এই লিঙ্গসাম্যের চুক্তি সেরে ফেলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও এই সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে।

টেন্ডুলকারের রেকর্ড ভাঙা নারী ক্রিকেটার

পুরুষ ক্রিকেটাররা যা পান

এই ম্যাচ ফি ছাড়াও বিসিসিআই পুরুষ ও নারী ক্রিকেটারদের আরো অর্থ দেয়। বিসিসিআইয়ের পরিভাষায় তারা রিটেনারশিপ ফি দেয়। প্লেয়ারদের সঙ্গে চুক্তিও হয়।  তারা প্রতিবছর কোন ক্রিকেটার কোন গ্রেডে আছেন, তার একটা তালিকা প্রকাশ করে। পুরুষদের ক্ষেত্রে এ প্লাস গ্রেডের ক্রিকেটার বছরে সাত কোটি, এ গ্রেড পাঁচ কোটি, বি গ্রেড তিন কোটি ও সি গ্রেডের ক্রিকেটার এক কোটি টাকা পান।

এখন যেমন এ প্লাস গ্রেডে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরা। এ গ্রেডে আছেন রবিচন্দ্রন অশ্বিন, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং মহম্মদ শামি।  বি গ্রেডে আছেন রাহানে, অক্ষর প্যাটেল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মা। সি গ্রেডে আছেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, যজুবেন্দ্র চাহল, মায়াঙ্ক আগরওয়াল, দীপক চাহার, শুবনম গিল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

ঘটনা হলো নারী ক্রিকেটাররা কিন্তু পুরুষদের মতো এত টাকা পান না। তাদের জন্য বিসিসিআই তিনটি গ্রেড করেছে। এ, বি, সি। এ গ্রেডের প্লেয়াররা পান বছরে ৫০ লাখ, বি গ্রেডের প্লেয়াররা বছরে ৩০ লাখ এবং সি গ্রেডের প্লেয়াররা ১০ লাখ করে।

ভারতে নারীরা কি এবার ক্রিকেটকে কেরিয়ার হিসাবে ভাববেন?
ভারতে নারীরা কি এবার ক্রিকেটকে কেরিয়ার হিসাবে ভাববেন?ছবি: AFP/Getty Images

এ গ্রেডে আছেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা ও পুনম যাদবের মতো কয়েকজন। বি গ্রেডে একতা বিশ্ট, ঝুলন গোস্বামী (সম্প্রতি অবসর নিয়েছেন), শিখা পান্ডে, জেনিফার রডরিগেসরা আছেন। সি গ্রেডে আছেন ১১ জন ক্রিকেটার।

এক্ষেত্রে একটা যুক্তি দেয়া হয়, পুরুষ ক্রিকেটাররা অনেক বেশি খেলেন। তাই তাদের বেশি অর্থ দেয়া হয়। তাহলে তো এই ভিত্তিটা কে কটা ম্যাচ খেলছেন তার উপর হতো। এখানে প্লেয়ারদের পারফরম্যান্স ও সিনিয়ারিটি দেখে তাদের গ্রেডে ফেলা হয়। সেখানে তাহলে ছেলে ও মেয়ে ক্রিকেটারের অর্থে এতটা ফারাক কেন? কেন এখানেও লিঙ্গসাম্য হবে না?

এই রিটেনারশিপ ফি-র ক্ষেত্রে লিঙ্গসাম্যের কোনো ঘোষণা বিসিসিআইয়ের তরফে করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, রিটেনারশিপ ফি আগের মতোই থাকবে। প্রশ্ন হলো, দেশের হয়ে খেললে নারী ও পুরুষ ক্রিকেটাররা একই অর্থ পেলেও রিটেনারশিপ ফি-র ক্ষেত্রে তো লিঙ্গভেদ থাকছে।

তবে এবার পুরুষদের মতো মেয়েদেরও আইপিএল হবে। সেখানে খেলতে পারবেন নারী ক্রিকেটাররা এবং অর্থও পাবেন।

প্রতিক্রিয়া

ভারতের নারী ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ডায়না এদুলজি এখন মেয়েদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান। তিনি জানিয়েছেন, তার সময়ে ক্রিকেটাররা নিজের পকেটের পয়সা দিয়ে দেশের হয়ে খেলত। ম্যাত ফি-র কথা তো ভাবাই যেত না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, বিসিসিআই নারী ক্রিকেটারদের দেওয়ালি উপহার দিয়েছে। এর ফলে প্রচুর মেয়ে ঘরোয়া ক্রিকেটে আসবে। আইপিএলও চালু হচ্ছে। ফলে মেয়েরা এখন ক্রিকেটকে পেশা হিসাবে নেবে।

ঝুলন গোস্বামী(মাঝখানে)।
ঝুলন গোস্বামী(মাঝখানে)। ছবি: Ryan Pierse/Getty Images

সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের নিয়েছেন ঝুলন গোস্বামী। তিনি দীর্ঘদিন ধরে এই লিঙ্গসাম্যের দাবি জানিয়েছেন। সেই সুযোগ তিনি না পেলেও ঝুলন মনে করছেন, এর ফলে ক্রিকেট নিয়ে কেরিয়ার করার ক্ষেত্রে মেয়েরা উৎসাহী হবে। এর ফলে সমাজে লিঙ্গসাম্য আসবে। টুইট করে ঝুলন বলেছেন, আশা করছি, অন্য খেলার ক্ষেত্রেও একইরকম সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেছেন, মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে স্মরণীয় দিন। মিথিলা রাজও বলেছেন, এবার মেয়েদের আইপিএল আসছে। ফলে মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে নতুন যুগ শুরু হবে।

সাবেক ক্রিকেটার হরভজন সিং টুইট করে বলেছেন, ঐতিহাসিক ঘটনা। এর ফলে মেয়েরা আরো বেশি করে ক্রিকেটে আসার জন্য উৎসাহিত হবেন।

জিএইচ/এসজি (পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস)