1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংগ্রেস-বিজেপির পরীক্ষা

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি৪ ডিসেম্বর ২০১৩

ভারতে দিল্লি বিধানসভার ভোটের দিকে সকলের নজর সবসময় একটু বেশি থাকে৷ আর এবার নির্বাচনি ময়দানে ‘আম আদমি পার্টি'র প্রবেশে চিরাচরিত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপির কপালে যেন ভাঁজ পড়েছে৷

https://p.dw.com/p/1ASSX
Indien Wahlkampf Rahul Gandhi
ছবি: picture-alliance/AP

জনসভা, পথসভা, বিজ্ঞাপনী প্রচার, দিল্লির অলিগলিতে গলায় গাঁদা ফুলের মালা পরা হাত-জোড় করা, মুখে কপট হাসি নেতাদের বাড়ি বাড়ি ঘুরে ভোট ভিক্ষা করার অভিযান শেষ৷ বুধবার দিল্লির ৭২টি বিধানসভা আসনের ৮১০ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণে ভোট দেবেন এক কোটি পনেরো লাখ ভোটার৷ ৮১০ জন প্রার্থীর মধ্যে মুসলিম প্রার্থী ১০৮ জন৷ ২০০৮ সালের চেয়ে সামান্য বেশি৷ কংগ্রেস দিয়েছে ছয় জন, বিএসপি ১১ জন এবং বিজেপি দিয়েছে মাত্র একজন মুসলিম প্রার্থী৷

আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভা ভোটে এই প্রথম নেমেই জোরেশোরে বলতে শুরু করেছেন কেন্দ্রশাসিত দিল্লিতে সরকার গড়বে তাঁর পার্টি৷ আম জনতা বিশেষ করে ছাত্র ও তরুণ সম্প্রদায় যেভাবে আম আদমি পার্টির হয়ে কথা বলছে তাতে কপালে ভাঁজ কংগ্রেস ও বিজেপির৷ কেননা কেজরিওয়ালের আম আদমি পার্টি ভোট বাক্সে ভাগ বসানোর কারণে দিল্লি বিধানসভা যদি হাতছাড়া হয়, তাহলে তার প্রভাব পড়বে সংসদীয় নির্বাচনে৷

শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইস্যু হলো আম আদমি পার্টির প্রধান হাতিয়ার৷ দিল্লি বিধানসভা ভোট স্থানীয় ইস্যু ঘিরে হলেও দুর্নীতি ও মুদ্রাস্ফীতি, এই দুটি হলো মোক্ষম ইস্যু যার সমাধানের প্রতিশ্রুতি দলটি রাখবে বলে মনে করছেন দিল্লির ভোটাররা৷ তাই স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আম আদমি পার্টি নির্বাচনি প্রতীক চিহ্ন হিসেবে বেছে নিয়েছে ‘ঝাঁটা'৷ কারণ দুর্নীতি ও কুশাসনকে ঝেঁটিয়ে বিদায় করতে চায় দলটি৷

Wahl in Indien 2009
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট হয় তারমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত আর মিজোরাম, দিল্লি ও রাজস্থান কংগ্রেস শাসিতছবি: STR/AFP/Getty Images

হঠাৎ করে এই তৃতীয় শক্তির অভ্যুত্থানের মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়ে চলছে নেপথ্য তৎপরতা৷ ১৯৯৩ সালে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায় উন্নীত করার পর গঠিত হয় দিল্লি বিধানসভা এবং বিধান পরিষদ৷ ৯৩ সালের নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি৷ তারপর থেকে পরপর তিনবার জেতে কংগ্রেস৷ দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন কোনো নেতা বা নেত্রীকে তুলে ধরতে পারেনি বিজেপি৷ গত ১৫ বছরে শীলা দীক্ষিতের সরকার দিল্লির ভোল পাল্টে দিয়েছে অনেকটা৷

বিশ্লেষকদের মতে, আম আদমি পার্টির খুঁটির জোর যতটা তাতে সরকার গড়ার মতো অবস্থা না থাকাই স্বাভাবিক৷ তবে এটা ঠিক, সরকার গড়ার মতো একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস বা বিজেপির না থাকলে ত্রিশঙ্কু বিধানসভায় আম আদমি পার্টি হবে ‘কিং মেকার'৷ দিল্লিতে কংগ্রেসের নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ভাষণ দেবার কথা ছিল, শেষ মুহূর্তে যেটা বাতিল করা হয়৷ রাহুল গান্ধীর জনসভায় ভীড় হয়নি৷

সেই সুযোগে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি দিল্লিতে একাধিক জনসভায় কংগ্রেস সরকারকে তুলাধুনা করেছেন৷ বিজেপির প্রচার অভিযানে দলের মুখ মোদি৷ দিল্লির গদি দখলের স্বপ্ন দেখছে তাঁর দল৷

উল্লেখ্য, যে পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট হয় তারমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত আর মিজোরাম, দিল্লি ও রাজস্থান কংগ্রেস শাসিত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য