ভারতে নারীদের নিরাপত্তা
২১ ফেব্রুয়ারি ২০১৩দু'মাস আগে দিল্লিতে একটি চলন্ত বাসের মধ্যে ২৩ বছর বয়সি এক তরুণীর উপর পাশবিক নির্যাতন চালায় একদল লোক৷ তারা তরুণীকে ধর্ষণ করে এবং লোহার লাঠি দিয়ে পেটায়৷ ধর্ষণ এবং নির্যাতনের শিকার তরুণীটি সেই ঘটনার দিনকয়েক পর মারা যান৷
চলন্ত বাসে তরুণীকে নির্যাতনের এই নির্মম ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা ভারত বর্ষ৷ প্রতিবাদে রাস্তায় নেমে আসে অগুনতি মানুষ৷ ভারতে এবং আন্তর্জাতিক মহলে সুপরিচিত ৩৯ বছর বয়সি ঐশ্বর্য এই গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷
বুধবার নতুন দিল্লিতে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘অভিযুক্তদের শাস্তি প্রদানের জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে৷ তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে৷ এভাবেই আমরা সমাজে পরিবর্তন আনতে পারি৷''
বলাবাহুল্য, ভারতে গণধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনা আগেও ঘটলেও দিল্লি গণধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়া দিয়েছে৷ সেই ঘটনায় গুরুতর আহত তরুণী কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন৷ উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে মৃত্যুবরণ করেন তিনি৷
নতুন দিল্লির এই ঘটনা ভারতের সমাজে নারীর মর্যাদাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে৷ বিশেষ করে তাদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে এসেছে৷ ঐশ্বর্য এই বিষয়ে বলেন, ‘‘আমি দিল্লির ঘটনার পর কোন ভয় অনুভব করছি না৷ বরং আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং সেটা প্রকাশ করতে আমার মধ্যে কোন সঙ্কোচ নেই৷ আমার মত অনেকের নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই৷ কেননা, আমরা সুরক্ষিত পরিবেশের মধ্যে থাকি৷ কিন্তু ভারতের অধিকাংশ নারীর জন্য কোন সুরক্ষা ব্যবস্থা নেই৷'
উল্লেখ্য, দিল্লি গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে পাঁচ ব্যক্তির বিচার দ্রুত বিচার আদালতে করা হচ্ছে৷ অন্যদিকে ষষ্ঠ অভিযুক্তকে অল্পবয়সিদের আদালতে নেওয়া হয়েছে৷ তাদের বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে৷
এআই / এসবি (এএফপি)