ভারতে গ্রঁ প্রি প্রতিযোগিতার প্রস্তুতিকে বাহবা দিলেন ফর্মুলা ওয়ানের বস
২১ অক্টোবর ২০১০নতুনদিল্লির অদুরে গ্রেটার নয়দাতে নির্মাণাধীন ৫.১৪ কিলোমিটার দীর্ঘ পথটি সারাদিন ঘুরে দেখার পরে বুধবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি এর বেশি প্রশংসা করতে পারি না, তবে বলতে পারি যে, আমি যা ভেবেছিলাম, সবকিছু তারচেয়ে অনেক ভালো৷ ট্র্যাকটি অন্য অনেক জায়গার চেয়ে যথেষ্টই ভালো৷'' গত মাসে ওয়ার্ল্ড মোটর স্পোর্টস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ২০১১ সালের রেস ক্যালেন্ডারে ভারতকে অন্তর্ভুক্ত করে৷ যদিও জার্মান স্থপতি হ্যারমান টিলকের নকশা করা নতুন ট্র্যাকটির ব্যাপারে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি৷
একেলস্টোন বলেছেন, বিশ্বে ভারত অর্থনৈতিকভাবে দ্রুত অগ্রসরমান একটি দেশ৷ এবং ফর্মুলা ওয়ান ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির যোগ্যতা রাখে দেশটি৷ ৭৯ বছর বয়সের ফর্মুলা ওয়ানের বস বলেন, ‘‘আমি ভারত সম্পর্কে শুনেছি, আমি মনে করি আমাদের সেখানে থাকা উচিৎ৷ তিনি বলেন, আমাদের আরো আগেই ভারতে যাওয়া উচিৎ ছিল৷ ভারত ফর্মুলা ওয়ানকে গ্রহণ করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত৷''
নতুন দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের প্রস্তুতি ও নির্মাণকাজ নিয়ে যে বিশৃঙ্খলা, সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আগামী বছরের ৩০ অক্টোবর শুরু হওয়া রেসের ব্যাপারে যেকোন আগাম উদ্বেগ নাকচ করে দেন একলেসটোন৷ কমনওয়েলথ গেমস নিয়ে সৃষ্ট অতিরিক্ত সন্দেহের জন্যে তিনি গণমাধ্যমকে দায়ী করেন৷ তিনি বলেন, সেইসব কথা চিন্তা করেই আমি নতুনদিল্লিতে এসেছি৷ তিনি বলেন, আমি কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছি এবং মনে হয়েছে, তা অলিম্পিক অথবা বিশ্ব কাপ ফুটবল আয়োজনের চেয়ে ভালো আয়োজন ছিল৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহআল-ফারূক