1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মঙ্গল বয়ে আনুক’

১৯ মে ২০১৪

ভারতে বিজেপির উত্থান আর কংগ্রেসের পতন নিয়ে সরব ফেসবুক এবং বাংলা ব্লগ৷ বিশেষ করে নরেন্দ্র মোদীর জয়ের প্রভাব বাংলাদেশের উপর কেমন হবে, তা নিয়ে জল্পনাকল্পনা করছেন অনেকে৷

https://p.dw.com/p/1C2Zm
Indien Wahlen 2014 BJP Narendra Modi
ছবি: Reuters

ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে৷ প্রতিবেশী দেশে উগ্র হিন্দুত্ববাদী একটি দলের এই বিজয়ের প্রভাব বাংলাদেশের উপরও পড়বে বলে ধারণা করছেন অনেকে৷ জনপ্রিয় ব্লগ সাইট সামহয়্যার ইন ব্লগে সাবরিন কল্পনা'র লেখার শিরোনাম, ‘‘বাংলাদেশের মানুষের স্পন্দন বুঝতে হবে মোদী৷''

এই ব্লগার লিখেছেন, ‘‘নানা কারণেই কংগ্রেসের ওপর ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ৷ আমরা এই দশ বছরে কিছুই পাইনি ভারতের কাছ থেকে৷ বরং দিয়ে গেছি একের পর এক নানা সুবিধা৷ জ্যান্ত নদী তিতাস ভরাট করে রাস্তা করে দিয়েছি তাদের ভারী যন্ত্রাংশ যাওয়ার কথা বিবেচনা করে, হুমকির মধ্যে ফেলে দিয়েছি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য্য সুন্দরবন, দিয়েছি বিদ্যুৎ ট্রানজিট ও পোর্ট ব্যবহারের সুযোগ৷''

সাবরিন কল্পনা লিখেছেন, ‘‘বিনিময়ে তিস্তাসহ যৌথ নদীগুলোর ন্যায্য হিস্যা আদায় করতে পারিনি৷ এমন কি সীমান্তে বিএসএফ এর নৃশংসতার কাছেও থেকেছি নতজানু৷''

সাবরিন আশা প্রকাশ করে লিখেছেন, ‘‘মোদী বাংলাদেশের মানুষ ও দেশের প্রকৃতির অন্তর অনুধাবনের চেষ্টা করবেন৷ ভারত যেন তার প্রতিবেশী দুই মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারে৷''

আমারব্লগে একই বিষয়ে মোহাম্মদ আসাদ আলী'র লেখার শিরোনাম, ‘‘ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক কাম্য, বৈষম্য নয়৷'' তিনি লিখেছেন, ‘‘শুক্রবারের ফলাফল প্রকাশ হবার পর থেকেই বাংলাদেশের রাজনীতির মাঠে শুরু হয় তুমুল হৈ চৈ৷ অবস্থাদৃষ্টে মনে হয়েছে যেন এতদিন যাবৎ সবাই মোদীর বিজয়ের জন্য প্রতীক্ষা করে বসে ছিলেন৷ ফল প্রকাশের পরপরই শুরু হয় চিঠি চালাচালি৷''

ব্লগার আলী লিখেছেন, ‘‘তিনি (নরেন্দ্র মোদী) ক্ষমতায় আসার পূর্বেই বাংলাদেশ নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য ইতোমধ্যেই করে ফেলেছেন৷ পৃথিবীব্যাপী তিনি একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে পরিচিত৷ সে হিসেবে বিগত কংগ্রেস সরকারের বৈষম্যমূলক বাংলাদেশ নীতির পথ থেকে বিজেপি সরকার সরে আসবে কি না এখনও পরিষ্কার নয়৷

‘‘ভারতের উচিত হবে, বাংলাদেশের ব্যাপারে তারা যে বৈষম্যমূলক পররাষ্ট্রনীতি ধারণ করে এসেছে, তা থেকে অচিরেই বেরিয়ে আসা৷ এই নীতি আধিপত্যকেন্দ্রিক না হয়ে হোক উভয় দেশের শান্তি ও সৌহার্দ্যপ্রেমিক জনগণের ভারসাম্যপূর্ণ স্বার্থকেন্দ্রিক৷''

#মোদী হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকেও মন্তব্য করেছেন অনেকে৷ রাজু আহমেদ লিখেছেন, ‘‘আরে ভাই মোদী‬ দিনে ঘুমায় নাকি রাতে ঘুমায় এইটা জেনে আমি কি করতাম? আমার তো জানার দরকার সীমান্তে‬ ফেলানী‬দের সংখ্যা বাড়বে না কমবে এইটা...!''

মোহাম্মদ হাসিব রহমান ওয়ারসি লিখেছেন, ‘‘ভারতে ‪#মোদী‬ সরকার আসুক বা কংগ্রেস সরকার আসুক৷ এই ব্যাপারে আমাদের কোনো মাথাব্যাথা নাই৷ আমরা তাদেরকে অভিনন্দন জানাই৷ কিন্তু নতুন ভারত সরকার যদি বাংলাদেশের উপর কোনো অন্যায় আচারণ করে তাহলে ভারতকে চরমভাবে প্রতিহত করা হবে৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য