ভারতে করোনায় আক্রান্ত রাজনীতিক ও তারকারা
ভারত করোনা ভয়ংকরভাবে ছড়াচ্ছ। আক্রান্ত হচ্ছেন রাজনীতিক এবং তারকারাও। এমনই কয়েকজনের কথা এই ছবিঘরে।
মনমোহন সিং হাসপাতালে
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়ে এইমসে ভর্তি। অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে তাকে এইমসে ভর্তি করা হয়েছে।
রাহুল গান্ধীও আক্রান্ত
সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও করোনা হয়েছে। তবে তিনি বাড়িতেই আছেন। রাহুল নিজেই টুইট করে তার করোনা হওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রচার করেছেন রাহুল। সবচেয়ে বেশি জনসভা করেছেন কেরালায়।
যোগী আদিত্যনাথের করোনা
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বিভিন্ন রাজ্যে প্রচার করছিলেন। তারও করোনা হয়েছে। তিনিও বাড়িতেই আছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও করোনায় আক্রান্ত হয়েছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও আক্রান্ত হয়েছিলেন।
অধীররঞ্জন চৌধুরী নিভৃতবাসে
লোকসভায় কংগ্রেসের দলনেতা ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও করোনায় আক্রান্ত। তিনিও বাড়িতে নিভৃতবাস করছেন। অধীর পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত ছিলেন।
করোনায় আক্রান্ত শশী থারুর
কংগ্রেস সাংসদ ও লেখক শশী থারুর করোনায় আক্রান্ত। তিনিও বাড়িতেই আছেন।
সুজন চক্রবর্তী অসুস্থ
সুজন চক্রবর্তী বিদায়ী বিধানসভায় সিপিএম পরিষদীয় দলের নেতা। তিনি এবারও ভোটে লড়ছেন। প্রচারও করেছেন। তবে আপাতত করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে নিভৃতবাসে।
সোনু সুদের করোনা
বলিউড অভিনেতা সোনু সুদের করোনা হয়েছে। তিনি বাড়িতেই আছেন। একের পর এক বলিউড অভিনেতা অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট সহ অনেক অভিনেতা-অভিনেত্রীর করোনা হয়েছে। সুরকার শ্রবণ তো করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কুম্ভমেলায় গেছিলেন। ফিরে আক্রান্ত হন। করোনা হানা দিয়েছে টলিউডেও। জিৎ এবং শুভশ্রী করোনায় আক্রান্ত।
দিগ্বিজয় সিং আক্রান্ত
কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-ও করোনায় আক্রান্ত হয়ে দিল্লির বাড়িতে আছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কেরও করোনা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালাও করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আছেন।
হরসিমরত কাউর
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও অকালি দলের নেত্রী হরসিমরত কাউরও করোনা আক্রান্ত হয়ে বাড়িতে নিভৃতবাস করছেন।
মদন মিত্র হাসপাতালে
তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্র করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মতুয়া নেত্রী ও সাবেক সাংসদ মমতাবালা ঠাকুরও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে।