চীনে করোনার প্রকোপ কমছে
৩ মার্চ ২০২০ভারতে করোনা আতঙ্ক দ্রুত ছড়াচ্ছে। সোমবার দেশের স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, দেশে দুইজনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। একজন দিল্লিতে, অন্যজন তেলেঙ্গানায়। সোমবার রাতে জয়পুরে এক ইটালির পর্যটকের শরীরেও করোনার জীবাণু মিলেছে। আশঙ্কা, আক্রান্তদের সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের মাধ্যমে দেশে দ্রুত ছড়িয়ে যেতে পারে সংক্রমণ। অন্য দিকে অ্যামেরিকাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার রাত পর্যন্ত সে দেশে ছ'জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি ভয়াবহ।
চীনে করোনার প্রকোপ ক্রমশ কমছে। মঙ্গলবার দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে ১২৬ জনের শরীরে জীবাণু মিলেছে। কিন্তু চীন ক্রমশ স্বাভাবিক হতে শুরু করলেও বাকি বিশ্বের অবস্থা ভয়াবহ। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের শরীরে ভাইরাস মিলেছে। নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিদিন বাড়ছে সেখানে। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। ইরানেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আটকে যাওয়া এক ছাত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘বহু কাশ্মীরি ছাত্র ইরানে আটকে আছেন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের ফেরানোর কোনও ব্যবস্থা করা হয়নি।’’
এমন পরিস্থিতিতে ফের দুশ্চিন্তা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সাংবাদিক বৈঠক করে সংস্থার ডিরেক্টর জেনারেল বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভাইরাস। প্রত্যেক দেশের কাছে আবেদন, ভাইরাস ছড়ানোর আগে তা মোকাবিলার ব্যবস্থা করা হোক। যদিও অপেক্ষাকৃত গরিব দেশ যে চীনের মতো করোনার মোকাবিলা করতে পারবে না, তা বুঝতে পারছে বিশেষজ্ঞ মহল। যে কারণে করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ প্রস্তাব নিতে পারে জি সেভেনের সাতটি শক্তিধর দেশ। আজ, মঙ্গলবার অথবা বুধবার তাদের যৌথ বিবৃতি প্রকাশিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।
করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতে। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের খবর পাওয়ার পরে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় জয়পুরের খবর আসার পরে আতঙ্ক আরও বাড়ে। এই নিয়ে ভারতে মোট ছ'জন করোনা আক্রান্ত হলেন। তবে এর আগে যে তিনজনের শরীরে জীবাণু মিলেছিল, তাঁরা সকলেই চীন থেকে এসেছিলেন। বিমানবন্দরে নামার পরেই তাঁদের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সোমবার যে তিনজনের শরীরের করোনা ভাইরাস মিলেছে, তাঁরা এত দিন ধরে স্বাভাবিক জীবনযাপন করেছেন। রাস্তাঘাটে ঘুরেছেন। এ বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রক অবশ্য জানিয়েছে, ওই ব্যক্তিরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকেই খুঁজে বার করে পরীক্ষা করার চেষ্টা হচ্ছে। জয়পুরের ইটালীয় পর্যটক যত জন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকে আইসোলেশনে নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। গত ২৫ তারিখ এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি ভিয়েনা থেকে দিল্লি এসেছিলেন। সেই বিমানের প্রত্যেক কর্মীকে আগামী কয়েকদিনের জন্য গৃহবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এ ভাবে কি করোনার মোকাবিলা করা যাবে? বিভিন্ন মহলে বার বার সে প্রশ্ন উঠছে। স্বাস্থ্যমন্ত্রকের অবশ্য দাবি, করোনা মোকাবিলার সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে।
এ দিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকেও করোনা আক্রান্তের খবর মিলেছে। এখনও পর্যন্ত সে দেশে দু'জন আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ অবশ্য এখনও করোনা মুক্ত। তবে ইন্দোনেশিয়াতেওকরোনা সংক্রমণ ঘটেছে। দেশের প্রধানমন্ত্রী সে কথা ঘোষণা করার পরে জাকার্তায় সুপারমার্কেটে হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করতে শুরু করেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, পিটিআই)