1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভারত হবে মুসলিমহীন রাষ্ট্র'

৮ জুন ২০১৬

আবারও সমালোচনার তুঙ্গে হিন্দু মৌলবাদী দল বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি৷ দলের নেতা সা্দভী প্রাচী মঙ্গলবার বলেছেন, ‘সময় হয়েছে মুসলিম বিহীন ভারত গড়ে তোলার৷'

https://p.dw.com/p/1J2Ku
Sethusamudram Projekt. Proteste Indien
ছবি: AP

তিনি দাবি করেন, কংগ্রেসমুক্ত রাষ্ট্র গড়ার অভিযান অনেকটাই সফল হয়েছে এখন মুসলিমমুক্ত রাষ্ট্র গড়তে হবে৷ এরই মধ্যে এই কাজ শুরু হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি৷

বলিউডের মুসলিম নায়কদের কথা উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের নেতা্ আরো বলেন, ‘‘হিন্দুস্থানের খেয়ে পাকিস্তানের পক্ষে কথা বলে বলিউড তারকা শাহরুখ খান এবং আমির খান৷ গত দুটো মুভি ফ্লপ করায় শাহরুখ এখন হিন্দুদের পক্ষে কথা বলছে৷ হিন্দুরা এখন আমির খানের আগামী মুভিও একইভাবে বর্জন করবে৷''

তার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর বহু ভারতীয় নাগরিক এর সমালোচনা করেছেন৷ পুরো ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ ইউটিউবে প্রতিক্রিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে লিখেছেন, সা্দভী প্রাচীর মতো মানুষদের কারণেই ভারতে দাঙ্গা হয়৷

টুইটারেও অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ চলচ্চিত্রকার শিরীষ কুন্দর টুইটারে প্রাচীর প্রতি ধিক্কার জানিয়ে লিখেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি গুরুর পথ ধরেছেন৷

রাহুল ঈশ্বর লিখেছেন, আমি একজন কট্টর হিন্দুবাদী এবং ভারতীয়৷ তবুও আমি প্রাচীর মুসলিমবিরোধী এই বক্তব্যের নিন্দা জানাই৷

সাংবাদিক রাজীব সারদেশাই লিখেছেন, মিডিয়া তেমনভাবে এই নিউজকে হাইলাইট করেনি৷ কিন্তু আমরা কোনভাবেই তাকে নির্বাচনের টিকেট নিতে দেবো না৷

মহারাষ্ট্র কংগ্রেসের সচিব শেহজাদ পুনওয়ালা প্রাচীর ঐ বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন মোদী কি বিভক্ত ভারত চান?

মছিহুর রহমান লিখেছেন, প্রাচীর এই বক্তব্য কি ‘হেট স্পিচ' নয়?

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী


স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান