ভারত সফরে এবার ‘নতুন' মাহমুদুল্লাহ
৩১ অক্টোবর ২০১৯আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি৷ তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১ রানে ভারতের কাছে হেরে যাওয়ার কথা সেদিন মাহমুদুল্লাহ ভুলে থাকবেন তা হতেই পারে না৷ সেই ম্যাচ মনে পড়বেই৷ মুশফিক, সৌম্যদেরও মনে পড়বে৷ এবার সাকিব আল হাসানকে পাশে না পাওয়ার আফসোসও থাকবে নিশ্চয়ই৷ সব হতাশা, সব আফসোস থেকেই প্রেরণা খুঁজবেন টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদুল্লাহ৷ তা তাঁকে খুঁজতেই হবে৷ সাকিবের অনুপস্থিতি তাঁর জন্য নিজেকে মেলে ধরার সুযোগও তো!
মাহমুদুল্লাহর ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না৷ তবে বড় আসরে ব্যাট হাতে জ্বলে ওঠার দৃষ্টান্ত তো কম নেই৷ ২০১৫-র ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির কথা কি ভোলা সম্ভব? নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের হার-না-মানা ইনিংস আর ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের কী চমৎকার দুটো ইনিংসই না খেলেছিলেন! সেই আসরে সাকিব, তামিম, মুশফিক সবাইকেই ছাপিয়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ৷
ভারতে আবার সবাইকে ছাপিয়ে যাওয়ার সুযোগ৷ মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলামদের উজ্জীবিত করে সুযোগটা কাজে লাগাতেই পারেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক৷ চুলচেরা বিশ্লেষণে দু' দলের শক্তি যাচাই করার কী দরকার! সাকিব নেই বলে?
ভারতেরও তো এবার ‘ক্যাপ্টেন কুল' ধোনি নেই, নেই বিরাট কোহলিও৷ টি-টোয়েন্টিতে ভারত-বধের সম্ভাবনা কম কেন হবে?
এসিবি/কেএম