ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি
৫ ডিসেম্বর ২০১২বিজ্ঞাপন
নতুন দিল্লিতে জানুয়ারি মাসে সই হতে চলা এই প্রত্যর্পণ চুক্তির খসড়া বিনিময় হয়, তা পরীক্ষা করে দেখার জন্য৷ এই চুক্তি হলে উলফা জঙ্গি নেতা অনুপ চেটিয়াকে ভারতে আনার পথ সহজ হবে৷ অবৈধ অনুপ্রবেশের অপরাধে অনুপ চেটিয়া ঢাকার একটি জেলে বন্দি ছিল৷
পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারিদের খুঁজে বের করতে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেয় ভারত৷ এছাড়া উভয় দেশ আইনি সহায়তা, সাজাপ্রাপ্ত বন্দিদের হস্তান্তর, বন্দিদের নাগরিকত্ব যাচাই করা, সংগঠিত অপরাধ ও মাদক পাচার রোধ চুক্তি কার্যকর করার এক ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মত হয়েছে বলেও ঘোষণা করা হয় বিবৃতিটিতে৷