ভারত থেকে জার্মান নাগরিকদের ফেরালো দূতাবাস
ভারতে ২১ দিনের লকডাউনে আটকে পড়া জার্মান নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করলো দিল্লির জার্মান দূতাবাস।
যুদ্ধকালীন তৎপরতা
গোটা ভারত যখন লকডাউনে বাড়ির ভিতরে, দিল্লির জার্মান দূতাবাসে তখন চূড়ান্ত তৎপরতা। ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া জার্মান নাগরিকদের উদ্ধার করেছেন দূতাবাসের কর্মীরা।
অধিকাংশই ছাত্র
জার্মান দূতাবাস জানিয়েছে, আটকে পড়া নাগরিকদের অধিকাংশই ছাত্র। তাঁদের মধ্যে একটি বড় অংশ আটকে ছিল ঋষিকেশে। বুধবার বিকেলের মধ্যে তাঁদের বিশেষ বাসে রাজধানীতে নিয়ে আসা হয়। ভারতে জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার নিজে উপস্থিত ছিলেন দূতাবাসে।
শুধু জার্মান নন
কেবল জার্মান নাগরিকই নন, ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশের বেশ কিছু নাগরিককেও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জার্মান দূতাবাসের মুখপাত্র।
রাতেই বিমান
বুধবার রাতেই প্রায় ৫৫০ জন নাগরিককে বিশেষ বিমানে ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। দূতাবাস জানিয়েছে, সকলেই ভাল আছেন।
এখনও লকডাউনে অনেকে আটকে
মঙ্গলবার রাতে ভারত জুড়ে ২১ দিনের লকডাউনের নির্দেশ জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতারাতি সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। বস্তুত, লকডাউন ঘোষণার আগেই দেশের ভিতর রেল এবং বিমান পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ফলে এখনও দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছেন বহু বিদেশি।
অনেকেই সমস্যায়
দেশের বিভিন্ন প্রান্তে বিদেশিরা সমস্যায় আছেন বলেও জানা যাচ্ছে। অনেক জায়গায় তাঁদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন বাড়িওয়ালারা।
সরকারের পদক্ষেপ
ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যের প্রশাসন অবশ্য জানিয়েছে, আটকে পড়া বিদেশিদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। জার্মান দূতাবাসও জানিয়েছে, লকডাউনের মধ্যে নাগরিকদের উদ্ধার করতে তাদের যথেষ্ট সমস্যা হয়েছে। তবে ভারতীয় প্রশাসন সাহায্য করেছে।