জার্মানির উন্নয়ন সংস্থা জিটিজেড
১৮ জুলাই ২০১২জার্মানির জিআইজেড সংস্থা বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা উন্নয়নমূলক কাজ চালিয়ে থাকে৷ এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার উন্নতির লক্ষ্যেও বেশ কিছু প্রকল্প চলছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কাছে এশবর্ন'এ জিআইজেড'এর সদর দপ্তরে উপদেষ্টা হিসেবে এই সব প্রকল্পের সঙ্গে যুক্ত দেবশ্রী রায়৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে শুরুতেই তিনি সংস্থার কাজের একটা রূপরেখা তুলে ধরলেন৷ তিনি জানালেন, শিক্ষা নীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে জিআইজেড৷ শিক্ষার বিষয়ে পরামর্শ দেওয়া তার একটা অংশ৷ এর মধ্যে রয়েছে পাঠ্যক্রম তৈরি করা, উন্নতির ক্ষেত্র চিহ্নিত করা, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন কাজে উন্নতি আনা ইত্যাদি৷ জিআইজেড বিভিন্ন আঞ্চলিক দপ্তরের মাধ্যমে প্রকল্পগুলির রূপায়ণ করে৷
বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ায়ও সক্রিয় জিআইজেড৷ কিন্তু এই মুহূর্তে সব দেশ শিক্ষা সংক্রান্ত প্রকল্প চালু নেই৷ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে অবশ্য বেশ কিছু কাজ চলছে৷ কয়েক বছর আগে শ্রীলঙ্কায় সুনামির পর সেদেশের বাচ্চাদের জন্য বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের প্রকল্প চালাচ্ছে জিআইজেড৷ দেবশ্রী রায় জানালেন, এর আওতায় একেবারে প্রাথমিক স্কুল পর্যায়ে ভূমিকম্প বা সুনামির সময় নিজেদের জীবন বাঁচানো বা সঠিক প্রতিক্রিয়া শেখানো হচ্ছে তাদের৷ সেদেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই কাজ করা হচ্ছে৷ এছাড়া শ্রীলঙ্কার মতো যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি শিক্ষার কার্যক্রমও চালাচ্ছে জিআইজেড৷ পাকিস্তানে মৌলিক শিক্ষা প্রকল্পে জড়িত জিআইজেড৷ ইন্দোনেশিয়ার প্রাথমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রকল্প চলছে৷ ফিলিপাইন্স, কাম্বোডিয়া ও লাওস'এও বড় আকারের কাজ চালাচ্ছে জিআইজেড৷
ভারত ও বাংলাদেশেও শিক্ষার ক্ষেত্রে প্রকল্প শুরু করতে আগ্রহী জিআইজেড৷ কিন্তু জার্মানির উন্নয়ন সাহায্য ও সহযোগিতা মন্ত্রণালয় আপাতত এই দুই দেশে অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের রূপায়ণে ব্যস্ত৷ যেমন ভারতে এই মুহূর্তে টেকসই উন্নয়ন, পানীয় জল ও জ্বালানির মতো ক্ষেত্রে প্রকল্প চালানো হচ্ছে৷ তাদের অর্থায়ন ছাড়া জিআইজেড'এর পক্ষে কোনো প্রকল্প শুরু করা কঠিন, বললেন দেবশ্রী রায়৷
দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘ফিট ফর স্কুল' প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্কুলে শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে জিআইজেড৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে শিশুদের স্বাস্থ্যের উন্নতি আনাই এই প্রকল্পের উদ্দেশ্য৷ ফিলিপাইন্স'এ সূচনা ও সাফল্যের পর অঞ্চলের অন্যান্য দেশেও শুরু করা হয়েছে এই প্রকল্প৷ জিআইজেড ছাড়া ইউনিসেফ'ও এই কর্মসূচিতে অংশ নিচ্ছে৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ