ভারত ও পাকিস্তানের সেমিফাইনালের আশা করছেন ইমরান খান
২৪ মার্চ ২০১১চারটি কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে পাকিস্তান দশ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে৷ ঢাকায় বুধবারে ঐ খেলা অনুষ্ঠিত হয়৷ ইমরান খান বলেন, ‘‘বিশ্বকাপে শীর্ষ কোন দেশকে পাকিস্তান হারাতে পারেনি, ওয়েস্ট ইন্ডিজকেও তারা হারাবে, এটা আশা করা হচ্ছিল৷'' উল্লেখ্য, ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালের বিশ্ব কাপ জয় করেছিল পাকিস্তান৷ তিনি বলেন, ‘‘আমি আশা করবো, পুরো দল তাদের পা মাটিতেই রাখবে এবং ভালো কাজ করবে৷''
আজ অর্থাৎ বৃহস্পতিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার কোয়ার্টার-ফাইনাল৷ দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে বিজয়ীর সঙ্গেই পাকিস্তান সেমি-ফাইনাল খেলবে৷ ভারত ও পাকিস্তানের কোটি কোটি মানুষের মত ইমরান খানও আশা করছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যেই খেলা অনুষ্ঠিত হবে বলে৷ খান বলেন, ‘‘আমি মনে করি, ভারত অস্ট্রেলিয়াকে হারাবে এবং সেমি-ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান, যা বহু মানুষ আশা করছে৷'' ইমরান খান মনে করেন, ‘‘এক্সপ্রেস পেসম্যান শোয়েব আখতারকে সেমি-ফাইনালে খেলার সুযোগ দেবে দল৷'' তিনি বলেন, ‘‘ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের মোকাবিলা ভালভাবেই করতে পারেন৷ তাই আমার উপদেশ হবে, শেয়েব আখতারকে দলে অন্তর্ভুক্ত করা৷'' এই পেসম্যান বিশ্বকাপের পরে অবসরের ঘোষণা দিয়েছেন গত সপ্তাহে৷
পাকিস্তানের আরেকজন সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ৷ তিনি বলেছেন, ‘‘পাকিস্তান যেভাবে খেলছে, তা দারুণ৷''
প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন