1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভাগ্য সূচক'ও তামিমের কথাই বলছে

৩ জুলাই ২০১৯

বার্মিংহামে ভারতের কাছে হারের কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে৷ ঐ ম্যাচে শতক করা রোহিত শর্মার ক্যাচটি ধরতে পারেননি তামিম৷ সামাজিক মাধ্যমে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা৷

https://p.dw.com/p/3LUdh
ICC Cricket World Cup 2019 Westindische Inseln - Bangladesch Tamim Iqbal
ছবি: Getty Images/AFP/S. Khan

তামিম যখন ক্যাচটি মিস করেন তখন রোহিত শর্মার রান ছিল নয়৷ এভাবে জীবন পেয়ে তিনি করেন ১০৪ রান৷ তামিম যদি ক্যাচটি নিতে পারতেন তাহলে কি বাংলাদেশ জিতে যেতো? ক্যাচ মিস না করলে ভারতের সংগ্রহ কত হতে পারতো? এসব নিয়ে একেকজন একেক অনুমান করছেন৷

তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সংখ্যা দিয়ে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছে৷ তারা বলছে, ক্যাচ মিস হওয়ার পর রোহিত ৮১ বলে ৯৫ রান যোগ করেন৷ কিন্তু তিনি যদি আউট হয়ে যেতেন তাহলে ভারত ৮১ বলে ৯৫ নয়, মাত্র ৪৭ রান করতে পারতো৷ সেক্ষেত্রে ভারতের সংগ্রহ হতো ২৬৭৷ অর্থাৎ বাংলাদেশের সংগ্রহ করা ২৮৬ রানের চেয়ে কম৷

কীভাবে বিশ্লেষণ?

প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের সঙ্গে যৌথভাবে লাক ইনডেক্স বা ভাগ্য সূচক তৈরি শুরু করেছে ইএসপিএন৷ ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ইংলিশ প্রিমিয়ার লিগে দল, খেলোয়াড় ও কোচদের ভাগ্য বিশ্লেষণের চেষ্টা করে তারা৷

গত আইপিএল থেকে ক্রিকেট নিয়েও এমন কাজ শুরু করেছে ইএসপিএনক্রিকইনফো৷ তারা বলছে, ৪.৩ ওভারের সময় রোহিত শর্মা আউট হতেন ধরে নিয়ে তারপর থেকে ম্যাচ যেভাবে এগিয়েছে সেই তথ্য সিমুলেট করে একটি অনুমানের চেষ্টা করা হয়েছে৷

শুধু তামিমের বিষয় নয়, ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, চলতি বিশ্বকাপে চার শতক করা রোহিত শর্মা চার দলের বিপক্ষে পাঁচবার জীবন পেয়েছেন, অর্থাৎ পাঁচবার তাঁর ক্যাচ নিতে ব্যর্থ হন ফিল্ডাররা৷ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা (দু'বার), অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে প্রাণ ফিরে পেয়েছিলেন তিনি৷ এই সুযোগ পেয়ে তিনি ব্যক্তিগত হিসেবে মোট ৩৬৯ রান যোগ করতে পেরেছেন৷ অর্থাৎ এখন পর্যন্ত বিশ্বকাপে রোহিত শর্মার করা ৫৪৪ রানের মধ্যে ৩৬৯ রানই এসেছে জীবন ফিরে পাবার পর! এছাড়া চার শতকের তিনটিই সম্ভব হয়েছে এ কারণে৷

জীবন পেয়ে রান যোগ করা ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মার পরেই আছেন ডেভিড ওয়ার্নার৷ তিনি দুবার প্রাণ পেয়ে ১৫৬ রান যোগ করতে পেরেছেন৷

জেডএইচ/এসিবি (ইএসপিএনক্রিকইনফো)