1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

সেই মেয়েটি আর নেই...

২০ জানুয়ারি ২০১৭

জরায়ুর ক্যানসারে আক্রান্ত মার্কিন এক রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিমুখে নাচার একটি ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন৷ তাঁর এই ভিডিওটি সেই সময় ভাইরাল হয়ে গিয়েছিল৷

https://p.dw.com/p/2W6Jr
ক্যানসার
ছবি: Imago/Science Photo Library

মার্কিন ঐ তরুণীর নাম আনা-আলেসিয়া আয়ালা৷ গত বুধবার বিকেলে ডালাসের এক হাসপাতালে তিনি মারা যান বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ সেই সময় আনার পাশে ছিলেন তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন৷

গত বছরের অক্টোবরে ইন্সটাগ্রামে নাচের ভিডিওটি প্রকাশ করে আনা লিখেছিলেন, ‘‘আমরা দুনিয়াকে দেখাতে চাই, নাচ আর হাসি হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ৷'' উল্লেখ্য, ভিডিওতে আনার সঙ্গে আরেক তরুণীকে নাচতে দেখা গেছে৷ আনা তাঁকে ‘কেমো বাডি' হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন৷

কয়েক সেকেন্ডের ভিডিওটি সেই সময় ৯০ লক্ষেরও বেশিবার দেখা হয়েছিল৷ মার্কিন জনপ্রিয় শো উপস্থাপক এলেন ডিজেনারেস তাঁর অনুষ্ঠানে আনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷

২০১৫ সালের ডিসেম্বরে আনার জরায়ুতে বিরল টিউমার ধরা পড়েছিল৷ এরপর সেটি ডিম্বাশয় আর পাকস্থলীতে ছড়িয়ে পড়েছিল৷

জেডএইচ/ডিজি (ইভিনিং স্ট্যান্ডার্ড)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান