ভবানীপুর উপনির্বাচনের প্রচারে ব্যস্ত মমতা-প্রিয়াঙ্কা-শ্রীজীব
বিধানসভা নির্বাচনে দল বিপুল জয় পেলেও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গিয়েছিলেন। তাই ভবানীপুরে উপনির্বাচনে তাকে লড়তে হচ্ছে বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং বামদের প্রার্থী শ্রীজীব বিশ্বাসের সঙ্গে৷
পুরনো কেন্দ্রে যেভাবে সুযোগ পেলেন মমতা
গতবার ভবানীপুর থেকেই জিতেছিলেন মমতা। কিন্তু এবার দলত্যাগী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়ান তিনি। হারেন। শোভনদেব চট্টোপাধ্যায় তারপর পদত্যাগ করে মমতাকে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ার পথ খুলে দেন। সেই সুবাদেই নিজের পুরোনো কেন্দ্র ও তৃণমূলের শক্ত ঘাঁটিতে আবার লড়ছেন মমতা।
প্রচারে মমতা
দুই প্রতিপক্ষই রাজনীতিতে তার তুলনায় অনেক নতুন হলেও, ভবানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও মমতা ভোট চাইছেন রোজ। নবান্ন থেকে বিকেলের দিকে চলে আসেন ভবানীপুরে। মন্দিরে, মসজিদে যাচ্ছেন। ভাষণ দিচ্ছেন ছোট সভায়। উপরের ছবিটি চক্রবেড়িয়া রোডের সভার।
মমতাকে বিজেপির চ্যালেঞ্জ
বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছে যুবনেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। ভোটপরবর্তী সহিংসতার অভিযোগ আদালতে নিয়ে গিয়ে সিবিআই তদন্ত শুরু করানোয় ভূমিকা রাখার আগে রাজ্যে যার তেমন পরিচিতি ছিল না, সেই প্রিয়াঙ্কাই এখন মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ হয়ে পুরো কেন্দ্র চষে ফেলায় ব্যস্ত। বিজেপি প্রার্থীর অভিযোগ রাজ্য পুলিশ প্রচারে বাধা সৃষ্টি করছে৷
তৃতীয় শক্তি সিপিএম, প্রতিনিধি শ্রীজীব
বামেদের প্রার্থী হিসাবে ভবানীপুরে লড়ছেন সিপিএমের শ্রীজীব বিশ্বাস। কংগ্রেস মমতার বিরুদ্ধে প্রার্থী দেয়নি। বামেদেরও সমর্থন করছে না। তাতে কী! শ্রীজীব বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, বলছেন নির্বাচিত হলে জনতার অধিকার আদায়ই হবে একমাত্র লক্ষ্য৷
প্রতিটি ভোট চান মমতা
মমতা প্রচারে বলছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তাকে দেখতে চাইলে সবাইকে ভোট দিতে হবে। চক্রবেড়িয়া রোডে তিনি বলেছেন, ''আপনারা যদি চান, আমি ৩৬৫ দিন কাজ করি, তাহলে প্রত্যেকে ভোট দিন।'' আগেরদিন খিদিরপুরেও একই কথা বলেছেন তিনি৷
দুয়ারে ফিরহাদ হাকিম
ভবানীপুরে মমতার নির্বচনি প্রচার দলের নেতৃত্বে আছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাকে সহযোগিতা করছেন রাজ্যের ১২ জন মন্ত্রী ও প্রথম সারির তৃণমূল কংগ্রেস নেতা। বাড়ি বাড়ি গিয়ে নেত্রীর জন্য ভোট চাইছেন তারা।
নিজের মেয়ে’
গত বিধানসভা নির্বাচনে মমতার স্লোগান ছিল, বাংলা তার নিজের মেয়েকে চায়। আর উপনির্বাচনে সেই স্লোগান সামান্য বদল করে করা হয়েছে-- ভবানীপুর তার নিজের মেয়েকে চায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িও এই কেন্দ্রের মধ্যে পড়ে।
প্রচারে মন্দির
প্রায় প্রতিদিন প্রচার শুরুর আগে মন্দিরে প্রণাম করেন প্রিয়াঙ্কা। শুক্রবারও করলেন। কালীঘাটে প্রণাম করে শুরু হলো তার প্রচার।
ঢাকের তালে...
প্রিয়াঙ্কাকে ঢাক বাজাতেও দেখা গেল। কিছুক্ষণ ঢাকে বোল তুললেন। কখনো কখনো সংকীর্তনও করছেন তিনি। আর প্রচারের সময় বলছেন, মমতা তাকে ভয় পাচ্ছেন।
শ্রীজীবের মুখে নাগরিক জীবনের সমস্যা
শ্রীজীব রাজ্যের যাবতীয় সমস্যার কথা তুলছেন। বেকারত্ব, জিনিসের দাম বাড়া, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা, দুর্নীতির কথা বলছেন। তার কথা- কেউ শুনুক না শুনুক তিনি ও তার দল এসব সমস্যার কথা তুলবেই।
সিপিএমের ঘুরে দাঁড়ানোর লড়াই
সিপিএম গত বিধানসভায় একটা আসনও পায়নি। ভবানীপুর তাদের শক্ত জমি নয়। তা সত্ত্বেও লড়াইয়ে থাকার জন্য শ্রীজীব লড়ছেন। তার পোস্টার ব্যানারও দেখা যাচ্ছে সেখানে৷
আর মাত্র কয়েকটা দিন
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ। তাই প্রচার এখন তুঙ্গে। তৃণমূলের দাবি, মমতা রেকর্ড ভোটে জিতবেন। বিজেপি ও সিপিএমের প্রার্থীরা জানেন, লড়াই খুব কঠিন, কিন্তু আশা নিয়ে আপ্রাণ লড়ছেন তারা।