1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রুনাই দূতাবাসে নির্যাতন!

২৮ আগস্ট ২০১৯

ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তার সামনেই একজনকে ইচ্ছেমতো মারধর করছেন একদল লোক৷ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ বিস্তারিত না জানালেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/3OcaR
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/M.Gambarini

নুরুল ইসলাম ডাবলু নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে ২১ আগস্ট আপলোড করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়৷

এই পরিপ্রেক্ষিতে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়৷

জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘গত ২১ আগস্ট ২০১৯ তারিখে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় উক্ত অনাকাঙ্খিত ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে৷’’

পৌনে দুই মিনিট দীর্ঘ ভিডিওটিতে দেখা যায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা তার অফিসে বসে আছেন৷ সামনে দাঁড়িয়ে এক ব্যক্তিকে তার নির্দেশেই একে একে চড়-ঘুষি- লাথি মারছেন অন্য আরো কয়েকজন৷

আপলোড করা ভিডিওর ক্যাপশনে নুরুল ইসলাম ডাবলু অভিযোগ এনেছেন দূতাবাসের লেবার অফিসারের বিরুদ্ধে৷ মারধরের শিকার হওয়া ব্যক্তি প্রতারক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷ কিন্তু ডাবলুসহ ভিডিওতে কমেন্ট-শেয়ার করা প্রায় সকলেরই অভিযোগ, আইনের মাধ্যমে ব্যবস্থা না নিয়ে এভাবে দূতাবাসে কাউকে মারধর করা কতোটা আইনসঙ্গত৷

মঙ্গলবার সাংবাদিকেরা ভিডিওটির বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি যেসব তথ্য পেয়েছেন, তা  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে৷ দূতাবাসের ভেতরে নির্যাতনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, ‘‘এটা একটা অপরাধ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷’’

জনশক্তি রপ্তানির বাজার হিসেবে ব্রুনেইয়ে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ৷ গত এপ্রিলেই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বাংলাদেশেও দেশটির বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে৷

বিষয়টি নিয়ে ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনের সঙ্গেও কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ‘‘আপনি কী করে জানলেন, তারা (মারধরকারীরা) হাইকমিশনের কর্মী?’’, পালটা প্রশ্ন করে ফোন কেটে দেন হাইকমিশনার৷ এরপর কয়েকবার চেষ্টা করা হলেও আর  কল রিসিভ করেননি তিনি৷

এডিকে/

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান