1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের প্রাইমারি স্কুলে গঠনমূলক যৌনশিক্ষা

রিয়াজুল ইসলাম২৪ অক্টোবর ২০০৮

ব্রিটেনের প্রাইমারি স্কুলগুলোতে যৌন শিক্ষা বাধ্যতামুলক করা হতে যাচ্ছে৷ বৃটিশ সরকারের নতুন নিয়মানুযায়ী সরকারী স্কুলগুলোর পাঁচ থেকে ১৬ বছর বয়সী ‌ছাত্র ছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে যৌনতার নানা দিক নিয়ে গঠনমুলক শিক্ষা পাবে৷

https://p.dw.com/p/FfuE
ব্রিটেনে মাদকের ভয়াবহতা ও অনিরাপদ গর্ভধারণ রোধে শিক্ষা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে

এর পাশাপাশি মাদকের ভয়াবহতা, অনিরাপদ গর্ভধারণ ও সুস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও শিক্ষা দেয়া হবে ছাত্রছাত্রীদের৷ বর্তমানে স্কুলগুলোতে যে যৌন শিক্ষা দেয়া হচ্ছে তাতে কেবল বয়সন্ধিকাল ও প্রজননের ব্যাপারে ধারণা দেয়া হয়ে থাকে৷

ব্রিটিশ স্কুল শিক্ষামন্ত্রী জিম নাইট এ ব্যাপারে বলেন, আধুনিক জীবন দিন দিন জটিল হয়ে উঠছে৷ তাই এ বিষয়ে ব্রিটিশ ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা আমাদের কর্তব্য হয়ে দাড়িয়েছে৷ বেশির ভাগ কিশোরকিশোরীরা যৌনতার ব্যাপারে তাদের বন্ধুদের কাছ থেকে নয়তো বিভিন্ন জায়গা থেকে ভুল তথ্য পেয়ে থাকে৷ এটা রোধ করা খুবই গুরুত্বপুর্ণ৷ তাই আমাদের দরকার শ্রেণী কক্ষের মধ্যেই শিক্ষার্থীদের যৌনতার ব্যাপারে একটি পরিপূর্ণ ধারণা দেয়া৷

উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে কিশোরীদের গর্ভধারণের হার ব্রিটেনে সবচেয়ে বেশী৷ ১৯৯৯ সালে ব্রিটিশ সরকার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যার আওতায় আগামী ২০১০ সালের মধ্যে এ হার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে৷ তবে লক্ষ্যমাত্রা পূরণের হার তেমন আশাব্যঞ্জক নয়৷ গত ২০ বছরে কিশোরীদের গর্ভধারণের হার মাত্র ১৩ শতাংশ কমিয়ে আনতে পেরেছে ব্রিটিশ সরকার৷ তাই লক্ষ্যমাত্রা পুরণে আরও সংশোধিত আকারে যৌন শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা৷