ব্রিটেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর
৮ অক্টোবর ২০২১লন্ডনের বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়৷ বাংলাদেশসহ ৩৭টি দেশের করোনার টিকা সনদকে বৈধ করেছে যুক্তরাজ্য৷
যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োনটেক ও জনসন অ্যান্ড জনসন টিকা নেওয়া সনদই গ্রহণ করবে৷ প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে৷
এ প্রসঙ্গে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, "এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের মধ্যে ব্যবসা ও পর্যটনসহ জরুরি ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর করতে হাই কমিশনের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফল৷”
তবে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার সনদ নেওয়ার দরকার না হলেও ইংল্যান্ডে পৌঁছার পর করোনা টেস্ট করাতে হবে তাদের৷
প্রত্যেক যাত্রীর বাংলাদেশের অনুমোদিত টিকার সনদ সাথে রাখা জরুরি৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)