ব্রিটেনে এক তৃতীয়াংশ মানুষকে টিকা
১ মার্চ ২০২১যুক্তরাজ্যে প্রায় এক তৃতীয়াংশ মানুষকে করোনার ভ্যাকসিন দেয়ার কাজ শেষ হলো। ছয় কোটি ৬০ লাখ মানুষের মধ্যে দুই কোটি ৮৯ হাজার ৫৫১ জনকে একবার করে টিকা দেয়া হয়ে গেছে। টিকা দেয়ার ক্ষেত্রে ইউরোপের অন্য দেশগুলির তুলনায় অনেকটা এগিয়ে যুক্তরাজ্য।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এটা বিশাল জাতীয় কৃতিত্ব। স্বাস্থ্যকর্মীদের নিরলস কাজের ফলে এটা সম্ভব হলো। জুলাইয়ের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ককে এক ডোজ করে টিকা দেয়ার কাজ শেষ করতে চায় ব্রিটেন। ইউরোপের মধ্যে করোনায় সব চেয়ে বেশি মানুষ এখানেই মারা গেছেন। যুক্তরাজ্যে খুবই ছোঁয়াচে ও মারাত্মক করোনা ভাইরাসের স্ট্রেইন পাওয়া গেছে। তার ফলে সেখানে করোনা দ্রুত ছড়িয়েছে।
জার্মানিতে কড়াকড়ি
ফ্রান্স থেকে মারাত্মক করোনা ভাইরাস আসছে ও ছড়াচ্ছে। তাই জার্মানি আরো কড়া ব্যবস্থা নিতে চলেছে। জার্মানি থেকে ফ্রান্সে যাওয়া নিষিদ্ধ হতে পারে। ট্রাক ড্রাইভার ও কিছু বিশেষ ক্ষেত্রের কর্মী ছাড়া অন্যদের ফ্রান্সে যাওয়া মুশকিল হবে। যাঁরাই ফ্রান্সে যাবেন, তাঁদের করোনা সার্টিফিকেট দেখাতে হবে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)