ব্রিটিশ স্কুলছাত্রীদের স্বপ্ন দেখার আহ্বান জানালেন মিশেল ওবামা
২৬ মে ২০১১হ্যাঁ, ঠিক এই ঘটনাই ঘটেছে বুধবারে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে৷ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সেখানে একদল স্কুল ছাত্রীকে উদ্দিপিত করতে নিজের পারিবারিক জীবনের ছবি তুলে ধরেন৷ অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ কলেজের হলটি তার প্রাচীন আভিজাত্যের জন্যে সুপরিচিত৷ একই সঙ্গে এটি হ্যারি পটার ছবির কল্যাণে, হগওয়ার্টস ডাইনিং হল নামেও খ্যাত৷ মিশেল ওবামা এই সময় তাঁর নিজস্ব কিছু ম্যাজিক দেখিয়ে স্কুল ছাত্রীদের মুগ্ধ করেন৷
২০০৯ সালে ব্রিটেনে তাঁর প্রথম সরকারি সফরের সময়েও মিশেল ওবামা ঐ স্কুলটি পরিদর্শন করেন৷ উত্তর লন্ডনের ঐ স্কুলটিতে ৯শ ছাত্রীর মধ্যে ৫৯টি ভাষাভাষির ছাত্রী পড়ালেখা করছে৷ বিশ্বখ্যাত ঐ প্রতিষ্ঠানটির ছাত্রীদেরকে মার্কিন ফার্স্ট লেডি বিশ্বাস করতে আহ্বান জানিয়ে বলেন যে, তারা যদি কঠোর পরিশ্রম করার প্রস্তুতি নেয় তাহলে যে কোন কিছু করতে পারবে৷ তিনি বলেন, ‘‘তোমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে, কেননা তোমরা যদি নিজেদেরকে অক্সফোর্ডে দেখতে পারো, তাহলে তোমরা যে কোন জায়গায় নিজেদের দেখতে পাবে৷''
মার্কিন ফার্স্ট লেডির পরণে ছিল মোটা সাদা চামড়ার বেল্ট৷ সঙ্গে কলার ছাড়া সাদা ব্লাউজ আর কালো ট্রাউজার্স৷
প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়