ব্রাসেলস হামলায় দুই ভাই জড়িত
২৩ মার্চ ২০১৬দেশটির ফেডারেল আইনজীবী ফ্রেডেরিক ফন লিউভ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, দুই ভাইয়ের একজন ইব্রাহিম এল বাকরাওয়ি ব্রাসেলস বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত ছিল৷ তাঁর সঙ্গে ছিল আরেকজন৷ আর ইব্রাহিমের ভাই খালিদ হামলা চালায় মেট্রো স্টেশনে৷ তৃতীয় এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে বলেও জানান তিনি৷
বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় শহর শারলেরোইতে খালিদ ছদ্মনামে বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে আরটিবিএফ৷ এই এলাকা থেকেই গত শুক্রবার গ্রেপ্তার হওয়া সালাহ আবদেসালাম সহ অন্যরা গত নভেম্বরে প্যারিসে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল৷
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস ব্রাসেলসে হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ এ বিষয়টি প্রমাণিত হলে সালাহ আবদেসালামের গ্রেপ্তারের ঘটনার সঙ্গে ব্রাসেলসে হামলার বিষয়টি সম্পর্কিত বলে নিশ্চিত হওয়া যাবে৷ সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোতে হামলা চালানো হবে বলে আগেই সতর্ক করে দিয়েছিল আইএস৷ এরপর তারা বেশ কয়েকটি হামলাও করেছে৷
মঙ্গলবারের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে বলে ভিআরটি টিভিকে জানিয়েছেন বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ডে ব্লক৷
বিমানবন্দর বন্ধ
আত্মঘাতী হামলার ঘটনার পরদিনও বন্ধ আছে ব্রাসেলস বিমানবন্দর৷ চলছে না মেট্রোও৷ তবে কিছু কিছু গণপরিবহণ চলাচল শুরু করেছে৷ রাস্তায় ব্যক্তিগত কিছু গাড়িও চলতে দেখা গেছে৷
নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি
ইউরোপজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ বিশেষ করে বিমানবন্দর ও গণপরিবহণ ব্যবস্থায়৷ ব্রাসেলসের ঘটনায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পুলিশ ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ সন্ত্রাসবাদ কীভাবে দমন করা যায় সে নিয়েও আলোচনার সূত্রপাত হয়েছে৷ ইউরোপীয় সংসদের সদস্য স্কা কেলার বলেন, ইউরোপে শরণার্থী আসার সঙ্গে সন্ত্রাসী ঘটনাগুলোর সম্পর্ক থাকার কোনো প্রমাণ নেই৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)
আপনার কী মনে হয় বন্ধু? শরণার্থী সংকটের সঙ্গে কি ইউরোপে একেক পর এক জঙ্গি হামলার কোনো সম্পর্ক থাকতে পারে?