1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের কোকেন ছাড়ছে না ইউরোপকেও

২৮ আগস্ট ২০১৯

শুধু আমাজনের আগুন নয়, ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বিশালাকারের মাদকচক্র, যার প্রসার ইউরোপ পর্যন্ত, বলছেন ডয়চে ভেলের আনাবেল হেরনান্দেজ৷

https://p.dw.com/p/3OcMZ
Brasilien Operation "Cidade de Deus" in Rio de Janeiro
ছবি: Getty Images/AFP/M. Pimentel

ভৌগোলিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ ব্রাজিল৷ খাদ্যপণ্য রপ্তানির হারে ব্রাজিল বিশ্বের পঞ্চম স্থানে, জানাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ৷

বর্তমানে ব্রাজিল বিশ্বের শিরোনামে জায়গা পাচ্ছেআমাজন বনাঞ্চলে লাগা ভয়াবহ আগুনের কারণে৷ কিন্তু এই মুহূর্তে, ব্রাজিলের সবচেয়ে বড় সংকট তা নয়৷ লোকচক্ষুর আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কোকেন ক্রেতার দেশ হয়ে উঠেছে ব্রাজিল৷ এর সাথে, এক লাখ জনে ৩০জন খুন হন সেখানে৷ শুধু ২০১৮ সালেই সেখানে ঘটেছে মোট ৬০ হাজার খুনের ঘটনা৷

 আনাবেল জানাচ্ছেন, কোকেন বিক্রি ও ক্রয়ের এত বড় বাজার হয়ে ওঠার পেছনে রয়েছে ব্রাজিলের ভৌগোলিক অবস্থান৷ দেশটির চারপাশে রয়েছে পেরু, বলিভিয়া ও কলম্বিয়া, যে তিনটি দেশে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন তৈরি হয়৷ শুধুমাত্র কোলোম্বিয়া থেকেই আসে ৭০ শতাংশ কোকেন, জানাচ্ছে জাতিসংঘ৷

পরিসংখ্যান বলছে, ব্রাজিলে মাদক ব্যবহারকারীর সংখ্যা এই মুহূর্তে ৫৬ লাখ৷ এর কারণ শুধু কোকেনের বাড়ন্ত বাজারই নয়৷ ভাবতে হবে সিগারেটের বাড়তে থাকা দামও৷ এক গ্রাম কোকেনের দাম যেখানে এক মার্কিন ডলার, সেখানে সাধারন সিগারেট বিক্রি হয় পাঁচ মার্কিন ডলারে৷ অ্যামেরিকা বা অন্যান্য দেশে উচ্চদামের কারণে কোকেনের প্রতি আসক্তি দেখা যায় শুধুই উচ্চবিত্তদের মধ্যে৷ ব্রাজিলে কম দাম ও সহজলভ্য হওয়ায় কোকেন এখন সব শ্রেণীর হাতের নাগালে৷

মাদক ব্যবসায় সফল দেশগুলিতে দেখা যায়, মাদকের পাশাপাশি সেখানে রমরমিয়ে চলে চোরাকারবার৷ ব্রাজিলের ক্ষেত্রেও একথা সত্য৷ মাদকব্যবসার সাথে পাল্লা দিয়ে সেখানে বাড়ছে চোরাই গাড়ি ও অস্ত্রের কারবার৷ এই ধরনের ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে বিভিন্ন ক্ষমতাশালী গ্যাং বা চক্রের দ্বারা৷ অনেক ক্ষেত্রেই এই চক্রের রয়েছে বিভিন্ন জেলখানার কার্যকলাপ নিয়ন্ত্রণের মতো প্রাতিষ্ঠানিক ক্ষমতাও৷ ফলে, টেক্কা দিতে পারছে না স্থানীয় পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষ৷ ইটালিয়ান বা অন্যান্য বিদেশি মাফিয়া চক্রের সাথে সুসম্পর্কের কারণে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যাচ্ছে না৷

ফলে, ব্রাজিলে গজিয়ে ওঠা মাদকচক্রের লম্বা হাত পৌঁছচ্ছে অ্যামেরিকা থেকে ইউরোপেও৷

আনাবেল হেরনান্দেজ/এসএস