1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে জার্মান দল

৭ মার্চ ২০১৪

বিশ্বকাপে জার্মান দলে কে কে থাকবেন – তা নিয়ে জল্পনা-কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিশেষ করে বুধবারের ‘ফ্রেন্ডলি'-তে কোচ ইওয়াখিম ল্যোভের দল চোখ-ধাঁধানো, মন-মাতানো চিলির কাছে হারতে হারতে জিতে যাবার পরে৷

https://p.dw.com/p/1BLIR
ছবি: picture-alliance/dpa

দক্ষিণ অ্যামেরিকার ফুটবল বলতে যাঁরা শুধু ব্রাজিল বা আর্জেন্টিনার কথা ভাবেন, তাঁরা যে কত বড় ভুল করেন, সেটাই যেন প্রমাণ করে দিল চিলি – স্টুটগার্টের মাঠে৷ জার্মান ভাষ্যকাররা পরে নির্দ্বিধায় ল্যোভকে প্রশ্ন করছিলেন: এক ফলাফল ছাড়া এই ফ্রেন্ডলি ম্যাচটিতে জার্মানির তরফে ইতিবাচক আর কিছু তাঁর চোখে পড়েছে কিনা!

ব্রাজিল বিশ্বকাপ চলবে ১২ই জুন থেকে ১৩ই জুলাই অবধি৷ ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলগুলির তাদের খেলোয়াড় মনোনীত করার শেষ তারিখ হলো ২রা জুন৷ ৫৪ বছর বয়সি জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ ৮ই মে তারিখে তিনি কোন ২৩ জন জার্মান প্লেয়ারকে নিয়ে ব্রাজিলে যাবেন, তা ঘোষণা করবেন৷ মোট ৩০ জন খেলোয়াড় বাজিয়ে দেখে দল স্থির করছেন ল্যোভ৷ সেই পর্যায়ে প্রথম ‘টেস্ট' ছিল চিলির বিরুদ্ধে ফ্রেন্ডলি৷

সেই ফ্রেন্ডলি যখন চলছে, তখন জার্মান টেলিভিশনে বার বার ল্যোভের ক্ষোভ, হতাশা, বিরক্তি ইত্যাদি নানা অনুভূতি দেখানো হয়েছে৷ খেলার পর ল্যোভ তাঁর সাক্ষাৎকারে বলেন, টিম এখনও নির্দিষ্ট হয়নি; এখনও সব (বিবেচ্য) খেলোয়াড়ের দলে স্থান পাওয়ার সুযোগ আছে৷ জার্মান ক্রীড়া সংবাদ সংস্থা ‘এসআইডি' এই প্রসঙ্গে জার্মানির পরিচিত/পরিকল্পিত/জল্পিত প্লেয়ারদের মধ্যে কার বা কাদের ল্যোভের ড্রিম টিমে থাকার সম্ভাবনা কতটা, তা নিয়ে একট তালিকা প্রকাশ করেছে৷ তালিকাটা এ রকম৷

Joachim Löw Trainer Fußball Nationalmannschaft
কোচ ইওয়াখিম ল্যোভ ৮ই মে তারিখে তিনি কেমন দল নিয়ে ব্রাজিলে যাবেন, তা ঘোষণা করবেনছবি: Getty Images

যাঁরা নিশ্চিত করে দলে থাকবেন, তাঁরা হলেন: (গোলে) মানুয়েল নয়ার, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, টোমাস ম্যুলার, (ক্যাপ্টেন) ফিলিপ লাম, মিরোস্লাভ ক্লোজে, মারিও গ্যোটৎসে, মেসুত ও্যজিল, পের মের্টেসাকার, জেরোম বোয়াটেং এবং টোনি ক্রোস৷

যাঁদের দলে থাকার ভালো সুযোগ আছে, তাঁরা হলেন: মাট্স হুমেল্স, মার্কো রয়েস, আন্দ্রে শ্যুর্লে, মার্সেল স্মেলৎসার, রোমান ভাইডেনফেলার (গোলরক্ষক), রেনে আডলার (গোলরক্ষক), লুকাস পোডোলস্কি এবং লার্স বেন্ডার৷

যাঁরা দলে থাকতেও পারেন আবার না-ও থাকতে পারেন, তাঁরা হলেন: সামি খেদিরা, ইকাই গ্যুনডোয়ান এবং মারিও গোমেজ (তিনজনেরই অন্তর্ভুক্তি নিশ্চিত ছিল, কিন্তু ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে); বেনেডিক্ট হোয়ভেডেজ, মাক্স ক্রুজে, সিডনি স্যাম, ইউলিয়ান ড্রাক্সলার, সোয়েন বেন্ডার, মার্সেল ইয়ানসেন ও কেভিন গ্রোসক্রয়েৎস – এঁদের কারোরই দলে অন্তর্ভুক্তির নিশ্চয়তা নেই৷

এসি/ডিজি (এসআইডি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য