1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে খেলা অন্যরকম হবে: উলিয়ে

১৯ জুন ২০১৩

সাবেক ফরাসি কোচ জেরা উলিয়ে বলছিলেন আগামী বছর ব্রাজিলে বিশ্বকাপের কথা৷ উলিয়ে এবার সেখানে গেছেন কনফেড কাপের সূত্রে, ফিফার বিশেষজ্ঞ হিসেবে৷ তাঁর মতে ব্রাজিলে ‘হাই প্রেসিং’, ‘লং বল’ খেলা সম্ভব হবে না৷

https://p.dw.com/p/18rlr
ছবি: picture-alliance/dpa

একে গরম, তার ওপর ভ্যাপসা – কি মাঠে, কি মাঠের বাইরে৷ সেই সঙ্গে প্রতি তিনদিন অন্তর একটা করে খেলা, আবার তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ব্রাজিলের মতো সুবিশাল দেশে৷ সব মিলিয়ে পরিবেশ যা দাঁড়াবে, তা-তে বিপক্ষের খেলোয়াড়দের আগে চেক করা, কিংবা লম্বা, তোল্লাই পাস দিয়ে খেলা সম্ভব হবে না বলেই উলিয়ে মনে করেন৷

উলিয়ে এ বছর ব্রাজিলে গেছেন ফিফার ‘টেকনিক্যাল স্টাডি গ্রুপ'-এর সদস্য হিসেবে৷ এই গ্রুপ কনফেডারেশনস কাপের ১৬টি ম্যাচ দেখে ফিফার সদস্যদেশগুলি ও তাদের কোচদের রিপোর্ট দেবে৷ উলিয়ে নিজে এককালে ফ্রান্সের কোচ ছিলেন৷ লিভারপুল, অ্যাশটন ভিলা ও লিয়ঁ-র মতো ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন৷ অবশ্য ব্রাজিলে বিশ্বকাপের ‘‘সুবৃহৎ আবহাওয়াগত পার্থক্য'' সম্পর্কে তাঁর মন্তব্য অন্যান্য কোচদের বিশেষ অভিনব নাও মনে হতে পারে৷

উলিয়ে বলেছেন, সম্প্রতি বায়ার্ন মিউনিখ ও ডর্টমুন্ডের মধ্যে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যে ধরনের ‘প্রেসিং গেম' দেখা গেছে, ব্রাজিলে ৯০ মিনিট ধরে সে ধরনের খেলা সম্ভব হবে না, কেননা খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়বে৷ কাজেই ব্রাজিলে ধীরে ধীরে খেলা গড়ে তুলতে হবে৷ খেলার শেষের দিকে ডিফেন্স থেকে আচমকা আক্রমণের উপরেই নির্ভর করবে দলগুলোর সাফল্য৷ দলগুলোর স্ট্র্যাটেজি হবে ‘শক্তি বাঁচাও, নতুন করে সংগঠিত হও, নিজের অবস্থানে ফিরে এসো'৷

ইউরোপীয় দলগুলির পক্ষে আরেকটি সমস্যা হবে মাঠে অন্য ধরনের ঘাস এবং অন্যভাবে জল দেওয়ার প্রণালী, বলেছেন উলিয়ে৷ রবিবার রিও ডি জানিরোতে তিনি বলেন, ‘‘কোনো ইউরোপীয় দল কখনো দক্ষিণ অ্যামেরিকাতে একটি ফিফা প্রতিযোগিতাতে জিততে পারেনি৷'' আগামী বছরেও ব্রাজিল খুবই ভালো খেলবে এবং অন্যান্য দলগুলির পক্ষে রীতিমতো বিপদ হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য